ইঁদুরের গর্ত সামলে ছোটদের ডা‌র্বি ইস্টবেঙ্গলের

ট্রেভর মর্গ্যানের মাথাব্যথার কারণ এখন ইঁদুর। আই লিগ প্রায় কড়া নাড়ছে দরজায়। ইস্টবেঙ্গল অনুশীলন শুরু হওয়ার কথা আগামী সোমবার। তার আগে মাঠ নিয়ে চিন্তায় লাল-হলুদ কর্তারা। চিন্তার কারণ ইঁদুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭
Share:

গোলদাতা মেহতাব সিংহ। ছবি: শঙ্কর নাগ দাস

ট্রেভর মর্গ্যানের মাথাব্যথার কারণ এখন ইঁদুর।

Advertisement

আই লিগ প্রায় কড়া নাড়ছে দরজায়। ইস্টবেঙ্গল অনুশীলন শুরু হওয়ার কথা আগামী সোমবার। তার আগে মাঠ নিয়ে চিন্তায় লাল-হলুদ কর্তারা।

চিন্তার কারণ ইঁদুর।

Advertisement

ইস্টবেঙ্গল মাঠ মেরামত করা হলেও ইঁদুরের উৎপাতে গর্ত থেকে যাচ্ছে মাঠে। যার ফলে সমস্যা দেখা দিচ্ছে। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘ইঁদুরের জন্য গর্ত থেকে যাচ্ছে মাঠে। ওগুলো ঠিক করতে কাজ চলছে। এখনও আরও দশ-পনেরো দিন লাগবে মাঠ পুরোপুরি ঠিক হতে।’’ তা হলে কী সেখানে প্র্যাকটিস করতে পারবে দল? দেবব্রতবাবু বললেন, ‘‘মনে হয় না প্র্যাকটিসে কোনও সমস্যা হবে। দেখা যাক, আমরা চেষ্টা করছি।’’

গত বছর কলকাতা লিগের পরে কাজ শুরু হয় ইস্টবেঙ্গল মাঠে। প্রায় এক বছর কোনও ম্যাচ হয়নি লাল-হলুদ মাঠে। এই সময়ের মধ্যে ইঁদুর বাসা বাঁধে মাঠে। যেখানে-সেখানে মাটি খুঁড়ে দিচ্ছে তারা। লাল-হলুদের মাঠ-সচিব বাবু চক্রবর্তী বললেন, ‘‘ইঁদুর নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। মাঠ উঁচু-নিচু হয়ে থাকছে। এতে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি পুরোদমে যাতে প্লেয়াররা এখানে অনুশীলন করতে পারে।’’

অনূর্ধ্ব ১৮ আই লিগ ডার্বিতেও এ দিন টের পাওয়া গেল ইস্টবেঙ্গল মাঠের অসামান্য বাউন্স। বল যেখানে সেখানে পড়ে সুইং করছে। ছোটদের ডার্বিতে মোহনবাগানকে ১-০ হারাল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোল করলেন মেহতাব সিংহ। ইস্টবেঙ্গল অ্যাকাডেমির ডিরেক্টর রঞ্জন চৌধুরী যদিও ইঁদুর প্রসঙ্গ এড়িয়ে বললেন, ‘‘নতুন মাঠ বলে একটু সমস্যা তো হবেই।’’ ফিরতি ডার্বিতে অবশ্য আগের ম্যাচের মতো ঝামেলা হয়নি। গ্যালারিতে স্লোগান যুদ্ধ চললেও মাঠে তার রেশ পড়েনি।

বড়দের আই লিগ মরসুমের শুরুতেই চার বিদেশি নিয়ে নামতে চায় ইস্টবেঙ্গল। বড় নামের স্ট্রাইকারকে সই করাতে চায় দল। তালিকায় রয়েছেন কেরল ব্লাস্টার্সের বেলফোর্টের নাম। দেবব্রতবাবু বললেন, ‘‘বেলফোর্টের নাম তালিকায় রয়েছে। চূড়ান্ত কিছু হয়নি। তবে হিউমের ব্যাপারে যা জানি ওর খেলার ইচ্ছা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন