Sports News

আই লিগে ইস্টবেঙ্গলকে প্রথম হারের মুখ দেখাল আইজল

শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হল ইস্টবেঙ্গলকে। ন’ম্যাচে অপরাজিত থাকার পর আইজলের মাটিতে গিয়ে ১-০ গোলে হারতে হল লাল-হলুদকে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে ঘারে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে অশনীসঙ্কেত দিচ্ছে আইজল এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৮
Share:

কোচ ট্রেভর জেমস মর্গ্যান।-ফাইল চিত্র।

আইজল ১ (লালডানমাউইয়া)

Advertisement

ইস্টবেঙ্গল ০

শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হল ইস্টবেঙ্গলকে। ন’ম্যাচে অপরাজিত থাকার পর আইজলের মাটিতে গিয়ে ১-০ গোলে হারতে হল লাল-হলুদকে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে ঘারে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে অশনীসঙ্কেত দিচ্ছে আইজল এফসি। সেই খালিদ জামিল। যাঁর কোচিংয়ে মুম্বই এফসি ছিল সব বড় দলের শক্ত গাঁট। সেই খালিদ জামিলের হাত ধরেই এ বার আইজলও ইস্টবেঙ্গলের মতো টিমকে বেগ দিয়ে গেল পর পর। আইলিগ শুরুর ম্যাচে ঘরের মাঠে আইজলের কাছে ১-১ গোলে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। লক্ষ্য ছিল অ্যাওয়ে ম্যাচে জয়ে ফেরা। কিন্তু হল উল্টোটা। ১-০ গোলে হেরে বসল মর্গ্যানের ছেলেরা।

Advertisement

আরও খবর: আইপিএল-এ কোন দল কেমন হল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement