East Bengal

সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চেয়ারম্যানকে চিঠি পাঠাচ্ছেন লাল-হলুদ কর্তারা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ২২:০৬
Share:

শেষ পর্যন্ত কি ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে? —ফাইল ছবি।

সুপার কাপ খেলতে চায় না ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। লাল-হলুদ কর্তারা আবার খেলার পক্ষে। এ নিয়ে দু’ তরফে তৈরি হয়েছিল মতপার্থক্য।

Advertisement

সুপার কাপ না খেলা নিয়ে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার জন্যই সোমবার কার্যকরী সমিতির মিটিং ডাকা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবতাঁবুতে। মিটিংয়ের শেষে কর্তারা জানাচ্ছেন, কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ্যাককে চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে।

খেলার কুইজ

Advertisement

আই লিগ খেলা ক্লাবগুলো একযোগে সুপার কাপ বয়কট করেছে। এর মধ্যে রয়েছে কোয়েস ইস্টবেঙ্গলও। বিনিয়োগকারী সংস্থার এ হেন সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেননি লাল-হলুদ কর্তারা। ইতিহাস তুলে ধরে লাল-হলুদ কর্তাদের বক্তব্য ছিল, খেলা ছেড়ে চলে যাওয়া ইস্টবেঙ্গলের ইতিহাস নয়। লাল-হলুদের প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা কর্তাদের কাছে সুপার কাপে অংশ নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন: দেশে ফিরছেন এনরিকে, জল্পনা উস্কে দিলেন মেনেন্দেস

এদিন মিটিংয়ের শেষে কর্তারা জানান, চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হবে, সুপার কাপ ও আইএসএলে খেলতে চায় ইস্টবেঙ্গল। অজিত আইজ্যাকের উত্তরের অপেক্ষায় এখন কর্তারা। শেষ পর্যন্ত কি আলেসান্দ্রো মেনেন্দেস দল নিয়ে নামবেন সুপার কাপে? সেটাই এখন দেখার।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন