হারল ইস্টবেঙ্গলের ছোটরা

হেরে গেল ইস্টবেঙ্গলের রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমি। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আরএসএ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জলপাইগুড়ির যুবমঞ্চ ৩-১ গোলে ইস্টবেঙ্গলের ছোটদের হারিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:০১
Share:

বল দখলের লড়াই। জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আরএসএ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার। ছবি: সন্দীপ পাল।

হেরে গেল ইস্টবেঙ্গলের রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমি। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আরএসএ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জলপাইগুড়ির যুবমঞ্চ ৩-১ গোলে ইস্টবেঙ্গলের ছোটদের হারিয়ে দেয়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিয়ে আরও দুটি গোল দেয় যুবমঞ্চ। যুবমঞ্চ সেমিফাইনালে আয়োজক ক্লাব আরএসএর মুখোমুখি হবে। এ দিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবমঞ্চের দিলীপ সোরেন।

Advertisement

এ দিন খেলার শেষে বিদেশি খেলোয়াড় খেলানো নিয়ে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির ম্যানেজার শমীক মজুমদার। তিনি বলেন, “জলপাইগুড়িতে যে তিনটি বড় ধরনের ফুটবল প্রতিযোগিতা হয় তার সব কটিই আইএফএ অনুমোদিত। আইএফএ-র আইন অনুযায়ী কোন দল দুজনের বেশি বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে না। খেলার সময় সর্বাধিক তিন জন বিদেশির নাম নথিভুক্ত হবে। দু’জন খেলবে। এক জন রিজার্ভ বেঞ্চে থাকবে। এটাই নিয়ম। পর পর দু’টি প্রতিযোগিতার কোনটিতেই এই নিয়ম মানা হচ্ছে না।”

যুবমঞ্চের মুখপাত্র বিশ্বজিৎ সরকার বলেন, “এটা আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতা। এখানে প্রয়োজন হলে আমরা ১১ জন বিদেশি খেলাতে পারি।”

Advertisement

আয়োজক আরএসএ-র সম্পাদক সমীর দাস বলেন, “ফুটবলের উন্নতিসাধনের জন্য আমরা নিয়ম মেনেই প্রতিযোগিতার আয়োজন করেছি। স্থানীয় ভাবে এই প্রতিযোগিতা এগারো বছর ধরে হয়ে আসছে। নিয়মভাঙার প্রশ্ন কখনও ওঠেনি।”

বৃহস্পতিবারের খেলায় যুবমঞ্চ পাঁচ জন বিদেশি খেলোয়াড় খেলিয়েছে। এক দিকে দীর্ঘদেহী সেই খেলোয়াড়রা অন্য দিকে ইস্টবেঙ্গলের ছোটরা। দুই অর্ধে দুটি দলের প্রাধান্য ছিল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের ছোটরা দাপিয়ে খেলেছে। যুবমঞ্চ কোণঠাসা হয়ে পড়ে। ইস্টবেঙ্গল একটি গোলও দেয়। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটেই যুবমঞ্চ গোল পায়। তারপরে আরও দু’টি গোল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement