মহমেডান মাঠে এ বার প্রস্তুতি ইস্টবেঙ্গলের

মিনার্ভাকে বড় ব্যবধানে হারিয়ে সোমবার রাতেই শহরে ফিরল ইস্টবেঙ্গল। লুধিয়ানা থেকে দীর্ঘ জার্নির পর ক্লান্ত থাকায় বিমানবন্দরে কোনও কথা বলতে চাননি ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:০৫
Share:

মিনার্ভাকে বড় ব্যবধানে হারিয়ে সোমবার রাতেই শহরে ফিরল ইস্টবেঙ্গল। লুধিয়ানা থেকে দীর্ঘ জার্নির পর ক্লান্ত থাকায় বিমানবন্দরে কোনও কথা বলতে চাননি ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। আই লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ বুধবার। বারাসতে যে ম্যাচে মেহতাবদের খেলতে হবে সন্তোষ কাশ্যপের টিম মুম্বই এফসি-র বিরুদ্ধে। এ দিন সকালেই ফুটবলারদের জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার মহমেডান মাঠে প্র্যাকটিস করবে টিম। সাম্প্রতিক অতীতে এর আগে যা কখনও হয়নি ইস্টবেঙ্গলে।

Advertisement

মিনার্ভাকে পাঁচ গোল দিলেও ইস্টবেঙ্গল ফুটবলারদের যে বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে তা মানছেন ইস্টবেঙ্গল কোচ। মর্গ্যান বিশেষ করে চিন্তিত কিরঘিজ স্ট্রাইকার আমিরভকে নিয়ে। ভারতের পরিবেশে মানিয়ে নেওয়াটাই সমস্যা হচ্ছে আমিরভের। লুধিয়ানায় নিয়ে গেলেও আমিরভকে খেলাননি মর্গ্যান। ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য এ দিন আমিরভ প্রসঙ্গে বলেন, ‘‘আমিরভ এখনও দু’টো ম্যাচ পুরো সময় খেলেনি। ওকে সময় দিতে হবে। আরও কয়েকটা ম্যাচ দেখার পর আমিরভ প্রসঙ্গে মন্তব্য করা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement