East Bengal

সুপার কাপ খেলবে না ইস্টবেঙ্গল, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৯:০৯
Share:

জোট ভেঙে বেরিয়ে সুপার কাপ খেলবে না ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র।

সুপার কাপ খেলছে না ইস্টবেঙ্গল। আজ বৃহস্পতিবার কোয়েস কর্তা ও ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে আলোচনা হয় বেঙ্গালুরুতে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাব জোট থেকে বেরিয়ে এসে সুপার কাপ খেলা অনৈতিক হবে।

Advertisement

সুপার কাপ নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্লাব জোট ও ফেডারেশনের মধ্যে দড়ি টানাটানি চলছিল। শর্ত, পাল্টা শর্ত চাপানো হলেও সুপার কাপের বরফ গলেনি। এই টুর্নামেন্ট নিয়ে দুই মেরুতে অবস্থান করে বিনিয়োগকারী সংস্থা ও ইস্টবেঙ্গল কর্তারা।

এ দিনের বোর্ড মিটিংয়ের পরে পরিষ্কার হয়ে গেল, জোট থেকে বেরিয়ে এসে সুপার কাপে কিছুতেই নামবে না ইস্টবেঙ্গল। আইএসএল নিয়েও আলোচনা হয় এদিন। আর্থিক দিক থেকে সব ঠিকঠাক থাকলে আইএসএলের দরপত্র তুলবে ইস্টবেঙ্গল। বৈঠকের সিদ্ধান্তের কথা একজিকিউটিভ কমিটিতে জানানো হবে এবং পরবর্তীকালে আলোচনাও হবে। সুপার কাপ নিয়ে অবস্থান পরিষ্কার করে দিল ইস্টবেঙ্গল। মোহনবাগানও কি সেই রাস্তাতেই হাঁটবে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন