Sports News

আইজলের মাঠ থেকে জয়ে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল

দুটো ড্রয়ের পর জয়ে ফিরেছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সামনে এখন জয়ে ফেরার অপেক্ষা। তাও আবার অ্যাওয়ে ম্যাচে। অ্যাওয়ে ম্যাচ বলে নয়, মর্গ্যান ব্রিগেডকে ভাবাচ্ছে আইজলের আবহাওয়া আর উচ্চতা। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৬
Share:

অনুশীলনে ইস্টবেঙ্গল দল। -ফাইল চিত্র।

দুটো ড্রয়ের পর জয়ে ফিরেছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সামনে এখন জয়ে ফেরার অপেক্ষা। তাও আবার অ্যাওয়ে ম্যাচে। অ্যাওয়ে ম্যাচ বলে নয়, মর্গ্যান ব্রিগেডকে ভাবাচ্ছে আইজলের আবহাওয়া আর উচ্চতা। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়া। সব মিলে ইস্টবেঙ্গলের জয়ে ফেরার রাস্তায় প্রতিবন্ধকতা আইজলের পরিবেশই।

Advertisement

আরও খবর: ছন্দে ফেরা বলবন্তের জোড়া গোলে জয়ে ফিরল মোহনবাগান

এই আইজলের কাছে ঘরের মাঠে আটকে গিয়েই আই লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল। ১-১ গোলের সেই ম্যাচ হয়েছিল বারাসতে। তার পর থেকে অবশ্য ইস্টবেঙ্গলের জয়ের ধারা চলছেই। দুটো ম্যাচ ড্র করলেও লিগ শীর্ষেই রয়ে গিয়েছেন মেহতাবরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। দুই দলেরই পয়েন্ট ২১। ১৭ পয়েন্ট নিয়ে আইজল এফসি রয়েছে তিন নম্বরে। তাই লড়াইটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য। তার উপর যখন আইজলের কোচের ভূমিকায় রয়েছেন খালিদ জামিল। এতদিন সেই খালিদ জামিলেরই মুম্বই এফসি ল সব বড় দলের শক্ত গাঁট। এ বার সেই ভূমিকাটা নিচ্ছে আইজল এফসি। খালিদ বলেন, ‘‘খুব কঠিন ম্যাচ হবে তাতে কোনও সন্দেহই নেই। যদি জিততে চাই তা হলে সেরাটা দিতে হবে। শুধু একজন প্লেয়ার নয় পুরো দলকে সেই সেরা ফুটবলটা দিতে হবে।’’ যদিও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিছুটা ঘর সামলেই আক্রমণে যাওয়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। ‘‘আমরা স্বাভাবিক প্রস্তুতিই নিয়েছি। সব ম্যাচের মতই খেলব। কিন্তু আমরা সতর্ক থাকব।’’

Advertisement

ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানও খুব সহজভাবে নিচ্ছেন না। আইজল যে কোনও সময় রঙ পরিবর্তন করে দিতে পারে ম্যাচের। তাই সতর্খ লাল-হলুদ শিবিরও। মর্গ্যান বলেন, ‘‘ফুটবলে কিছুই সহজ নয়। আমরা ইস্টবেঙ্গল বলে আমাদের সব ম্যাচ জেতার অধিকার রয়েছে এমনটা নয়। আইজল খুব ভাল খেলছে। খালিদ দারুণ কাজ করছে। গত মরসুমের থেকে অনেকটাই বদলে গিয়েছে দল।’’ প্রথম ম্যাচে আইজলের বিরুদ্ধে ৪-২-৩-১এ দলে সাজিয়েছিলেন মর্গ্যান। মহম্মদ রফিককে একা সামনে রেখেই দল সাজিয়েছিলেন। কিন্তু এখ প্রথম দলে নেই রফিক। দলে অনেক বদলও এসেছে। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘‘প্রথম ম্যাচে আমরা যে ভাবে খেলেছিলাম সাধারণত আমরা সে ভাবে খেলি না। প্লেয়ারদের জন্যই ও ভাবে সাজাতে হয়েছিল। গতকালের দল কিন্তু পুরোপুরি আলাদা।’’ এই দলে আইজলের বিরুদ্ধে ঠিক কতটা পরিবর্তন তিনি আনবেন সেটা অবশ্য পরিষ্কার করে বলেননি। রবিন সিংহ গোল পাচ্ছেন না। কিন্তু তিনি টানা প্রথম দলেই খেলছে। যদিও মর্গ্যানের বক্তব্য তাঁর দলে পাঁচ জন স্ট্রাইকার রয়েছে। যে কাউকেই দলের প্রয়োজনে খেলিয়ে দিতে পারেন তিনি। বলেন, ‘‘দুটো জায়গার জন্য আমার হাতে পাঁচজন স্ট্রাইকার রয়েছে। সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন, কাকে খেলাব। যে ভাল খেলবে সেই দলে জায়গা করে নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন