ক্রিকেটের ডার্বি জিতল ইস্টবেঙ্গল

অর্ণব নন্দীর দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরি ক্রিকেটের ডার্বি জেতাল ইস্টবেঙ্গলকে। সিএবি লিগের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোহনবাগানকে চার উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে পড়ল ইস্টবেঙ্গল। শেষ চারের লড়াইয়ে যাদের প্রতিদ্বন্দ্বী কালীঘাট। এ দিন অন্য কোয়ার্টার ফাইনালে যারা রীতিমতো গুঁড়িয়ে দিল এরিয়ানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:৩৮
Share:

অর্ণব নন্দী: ১৬৬ বলে ১৫৭ ন.আ.। মঙ্গলবার।—নিজস্ব চিত্র।

অর্ণব নন্দীর দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরি ক্রিকেটের ডার্বি জেতাল ইস্টবেঙ্গলকে। সিএবি লিগের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ কোয়ার্টার ফাইনালে।

Advertisement

মঙ্গলবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোহনবাগানকে চার উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে পড়ল ইস্টবেঙ্গল। শেষ চারের লড়াইয়ে যাদের প্রতিদ্বন্দ্বী কালীঘাট। এ দিন অন্য কোয়ার্টার ফাইনালে যারা রীতিমতো গুঁড়িয়ে দিল এরিয়ানকে।

দু’দিনের ম্যাচের প্রথম দিন, সোমবার নির্ধারিত ৮৫ ওভারে মোহনবাগান তোলে ৩৪৪-৬। পাল্টা ব্যাট করতে নেমে এ দিন শুরুতে বিপদে পড়ে ইস্টবেঙ্গল। ৫২ রানে চার উইকেট হারিয়ে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে দাঁড়ান অর্ণব নন্দী ও প্রসেনজিৎ দাস। ১৬৬ বলে অপরাজিত ১৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন অর্ণব। প্রসেনজিৎ তাঁকে সঙ্গ দিয়ে করেন ১০৬। দু’জনের এই জোড়া ইনিংসে ভর করে ৭২.২ ওভারে ছয় উইকেটে ৩৫০ রান তুলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল।

Advertisement

অন্য কোয়ার্টার ফাইনালে কালীঘাটের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে এরিয়ান। মাত্র ৭৩ রানে তাদের ইনিংস গুটিয়ে যায় ২২.১ ওভারে। পাল্টা ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে তুলে নেয় কালীঘাট। ২৫ রানে চার উইকেট নেন কালীঘাটের সন্দীপন দাস। ২০ রানে তিন উইকেট নেন সায়ন ঘোষ।

লিগের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়াইএমসিএ এবং ভবানীপুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন