Sports News

২৫ বছর বয়সেই অবসর ইংল্যান্ড অল-রাউন্ডারের

আট বছর বয়সে শুরু করেছিলেন সারের হয়ে। এর পর জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ড দলেও। ওয়ান ডে, টেস্ট দুইই খেলেছেন দেশের হয়ে। কিন্তু এত অল্প বয়সেই কেন বিদায় জানালেন ক্রিকেটকে? জাফর আনসারির এই সিদ্ধান্ত সবার কাছেই ছিল বড় চমক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ১৯:৪৩
Share:

জাফর আনসারি। ছবি: সংগৃহীত।

আট বছর বয়সে শুরু করেছিলেন সারের হয়ে। শেষ করছেন ২৫ বছরে। এর পর জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ড দলেও। ওয়ান ডে, টেস্ট দুইই খেলেছেন দেশের হয়ে। কিন্তু এত অল্প বয়সেই কেন বিদায় জানালেন ক্রিকেটকে? জাফর আনসারির এই সিদ্ধান্ত সবার কাছেই ছিল বড় চমক। তবে এখন তিনি ক্রিকেটের বাইরে বেরিয়ে অন্য কিছু ভাবতে চাইছেন। নিজেই জানিয়েছেন, ‘‘আমি এখন ক্রিকেটের বাইরে বেরিয়ে অন্য কোনও কেরিয়ারের কথা ভাবছি। আইন নিয়ে কিছু করতে চাই। সেটার জন্য কাজ শুরু করেছি।’’

Advertisement

আরও খবর: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ উইকেট নেওয়া কোল্টার-নাইল বিশ্রামে

আনসারি ইংল্যান্ডের ওয়ান ডে দলে সুযোগ পান ২০১৫তে আয়ারল্যান্ড সিরিজে। টেস্ট দলে সুযোগ পান সদ্য শেষ হওয়া বাংলাদেশ ও ভারত সফরে। যেখানে তিনি তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫তে সুযোগ পেয়েছিলেন। কিন্তু দল ঘোষণার এক ঘণ্টার মধ্যেই হাতের আঙুল ভেঙে ছিটকে যান দল থেকে। আনসারি বলেন, ‘‘সাত বছর পেশাদার ক্রিকেটের সঙ্গে সব মিলে প্রায় দু’যুগ খেলা হয়ে গেল। এ বার শেষ করতে চাইছি আমার ক্রিকেট কেরিয়ার। কঠিন সিদ্ধান্ত ছিল। আট বছর বয়সে সারের হয়ে খেলা শুরু করেছিলাম। ক্লাব আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন