আমিরশাহীতে পাক-ইংল্যান্ড

জিম্বাবোয়ে ক্রিকেট টিম গত মে মাসে পাক সফর করে এলেও আপাতত পাকিস্তানে না যাওয়ার মনোভাবে অটল ক্রিকেট বিশ্বের প্রথম সারির দেশগুলো। বৃহস্পতিবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানিয়ে দেওয়া হল, আগামী অক্টোবর নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্ট, চারটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলতে আসছে ইংল্যান্ড।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:৩৫
Share:

জিম্বাবোয়ে ক্রিকেট টিম গত মে মাসে পাক সফর করে এলেও আপাতত পাকিস্তানে না যাওয়ার মনোভাবে অটল ক্রিকেট বিশ্বের প্রথম সারির দেশগুলো। বৃহস্পতিবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানিয়ে দেওয়া হল, আগামী অক্টোবর নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্ট, চারটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলতে আসছে ইংল্যান্ড। তবে পাকিস্তানে নয়, সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, আবুধাবি, শারজায়। প্রথম টেস্ট আবুধাবিতে শুরু ১৩ অক্টোবর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement