দ্রোগবার গান কোস্তার নাচ

ওয়েস্ট লন্ডনের রাস্তায় তখন অসংখ্য নীল ফ্ল্যাগ। কেউ বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে। কেউ আবার রাস্তার ধারে ল্যাম্পপোস্টের উপর চড়ে বসে আছেন। টানা চার বছর ম্যাঞ্চেস্টার-রাজত্বের পরে প্রিমিয়ার লিগের ঠিকানা ফের লন্ডন। ইপিএল চ্যাম্পিয়ন হয়ে সোমবার লন্ডনের রাস্তায় হল চেলসির ট্রফি-প্যারেড। মোরিনহো-কোস্তাদের এক ঝলক দেখতে উপস্থিত ছিল প্রায় পাঁচ হাজারের বেশি চেলসি সমর্থক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০২:৩৫
Share:

ছবি এএফপি

ওয়েস্ট লন্ডনের রাস্তায় তখন অসংখ্য নীল ফ্ল্যাগ। কেউ বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে। কেউ আবার রাস্তার ধারে ল্যাম্পপোস্টের উপর চড়ে বসে আছেন। টানা চার বছর ম্যাঞ্চেস্টার-রাজত্বের পরে প্রিমিয়ার লিগের ঠিকানা ফের লন্ডন। ইপিএল চ্যাম্পিয়ন হয়ে সোমবার লন্ডনের রাস্তায় হল চেলসির ট্রফি-প্যারেড। মোরিনহো-কোস্তাদের এক ঝলক দেখতে উপস্থিত ছিল প্রায় পাঁচ হাজারের বেশি চেলসি সমর্থক। দিদিয়ের দ্রোগবা থেকে দিয়েগো কোস্তা, সবাই ধরা পড়ল অচেনা মেজাজে। দ্রোগবা যেমন ‘ক্যাম্পিওনেস ক্যাম্পিওনেস’ গান গাইতে ব্যস্ত ছিলেন। কোস্তাকে দেখা যায় নাচতে। তবে সেলিব্রেশনের মধ্যেও হোসে মোরিনহো বলছেন, ‘‘পরের মরসুমে আরও ভাল খেলতে হবে। আশা করব সামনের মরসুমেও আর এক ট্রফি প্যারেড করবে দল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement