EPL

মাউন্টের গোলে অপরাজিত থাকার দৌড় বজায় থাকল চেলসির

চেলসির টানা পাঁচ ম্যাচ জয়ের দৌড় থামিয়ে দিল সাউদাম্পটন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৪
Share:

গোলের পর মাউন্টের উল্লাস। ছবি রয়টার্স

চেলসির টানা পাঁচ ম্যাচ জয়ের দৌড় থামিয়ে দিল সাউদাম্পটন। শনিবার ১-১ ড্র করল তারা। কোচ হিসেবে থোমাস তুহেলের অপরাজিত থাকার রেকর্ড অবশ্য বজায় থাকল।

Advertisement

সেন্ট মেরিজ স্টেডিয়ামে জাপানি ফুটবলার তাকুমি মিনামিনোর গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান ম্যাসন মাউন্ট। তবে জয়সূচক গোল খুঁজে পায়নি চেলসি। কোচ হওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত তুহেল। পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে চেলসি। তবে রবিবার ওয়েস্ট হ্যাম যদি টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দেয় তাহলে পাঁচে নেমে যাবে চেলসি।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল যে সমস্যায় ভুগছিল, তুহেলের দলও তা কাটাতে পারেনি। প্রচুর প্রাধান্য রেখেও গোল করার অভাব এবং রক্ষণের ভুলে গোল খাওয়া। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নামবে চেলসি। তার আগে দলের আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য তুহেলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement