রোবট ম্যাসকটের চমক

ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে এভার্টন বনাম নিউক্যাসল ম্যাচে দেখা গেল এ রকমই একটি বিরল দৃশ্য। এভার্টন অধিনায়ক ফিল জাগিয়েল্কা রোবট ম্যাসকটটি নিয়ে মাঠে প্রবেশ করলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৫:০৭
Share:

এক অবিশ্বাস্য ঘটনা।

Advertisement

ফুটবলের ইতিহাসে প্রথম বার বাড়িতে বসে ম্যাসকট হয়ে উঠল ১৪ বছর বয়সি কিশোর জ্যাক ম্যাকলিন্ডেন।

লেনক্স-গ্যাসটাউট সিন্ড্রোম‌ (শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি ২৪ ঘণ্টা অক্সিজেনের প্রয়োজন তাঁর) আক্রান্ত জ্যাক। বিশেষ ভাবে সক্ষম হওয়ার কারণে মাঠে যাওয়া তো দূরের কথা হাঁটতেও পারে না সে। অথচ এভার্টনের সে বড় সমর্থক। কথায় আছে, ‘‘তুমি মন দিয়ে কোনও জিনিস চাইলে গোটা বিশ্ব সেটা তোমাকে পাইয়ে দিতে সাহায্য করবে।’’ এটা যেন তারই উদাহরণ। একটি রোবটের সাহায্যেই বাড়িতে বসে ম্যাসকট হওয়ার স্বপ্নপূরণ হল জ্যাকের।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে এভার্টন বনাম নিউক্যাসল ম্যাচে দেখা গেল এ রকমই একটি বিরল দৃশ্য। এভার্টন অধিনায়ক ফিল জাগিয়েল্কা রোবট ম্যাসকটটি নিয়ে মাঠে প্রবেশ করলেন। রোবটে লাগানো ক্যামেরার সঙ্গে জ্যাকের আই-প্যাডের যোগাযোগ ছিল। ঘরে বসে মাঠে প্রবেশ করার অনুভূতি তৈরি করার জন্যই এমন বিস্ময়কর আবিষ্কার। রোবটটির নাম ‘এভি১’। লিভারপুল ক্লাব কর্তৃপক্ষের সাহায্যেই এই স্বপ্নপূরণ হয়েছে জ্যাকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন