Sports News

নতুনদের নিয়ে পরীক্ষা চলবে, জানিয়ে দিলেন কোহালি

চতুর্থ ওয়ান ডে তে ভারত প্রথম ব্যাট করে ৩৭৫/৫-এ থেমেছিল। এর মধ্যে ছিল ৯৬ বলে কোহালির ২৯তম সেঞ্চুরি। সঙ্গে রোহিতের ৮৮ বলে ১০৪ রানের ইনিংস। এর পর বোলাররা শ্রীলঙ্কাকে ২০৭ রানেই শেষ করে দেন। সিরিজ ৪-০ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১০
Share:

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

শেষ ওয়ান ডেতে জুনিয়রদের আরও সুযোগ দেওয়ার কথা জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহালি। চতুর্থ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছেন সেঞ্চুরি। সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মাও। সিরিজ জয়ও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এ বার সময় দলের জুনিয়রদের আন্তর্জাতিক মঞ্চে দেখে নেওয়া। তাই চতুর্থ ওয়ান ডে জিতে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দল নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলবে। কোহালি জানিয়েছেন, এই ম্যাচে নতুন তিন জনকে সুযোগ দেওয়া হয়েছিল। তাঁদের পরের ম্যাচেও খেলার সুযোগ দেওয়া হবে। কে কোন পজিশনে ব্যাট করতে নামবেন সেটাও ঠিক নেই। পরিস্থিতির উপর নির্ভর করেই ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার নির্ধারিত করা হবে। এমনিতে দলের খেলা নিয়ে খুশি কোহালি বলেন, ‘‘আমাদের জন্য খুব ভাল ম্যাচ ছিল। আমরা জানতাম কোনও পরিস্থিতেই আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না। আজ ক্লিনিক্যাল পারফর্ম্যান্স ছিল।’’

Advertisement

আরও পড়ুন: ধোনি ৩০০ নট-আউট

চতুর্থ ওয়ান ডে তে ভারত প্রথম ব্যাট করে ৩৭৫/৫-এ থেমেছিল। এর মধ্যে ছিল ৯৬ বলে কোহালির ২৯তম সেঞ্চুরি। সঙ্গে রোহিতের ৮৮ বলে ১০৪ রানের ইনিংস। এর পর বোলাররা শ্রীলঙ্কাকে ২০৭ রানেই শেষ করে দেন। সিরিজ ৪-০ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হাতে রয়েছে আর মাত্র একটা ম্যাচ। দলের বাকিদের মেপে নেওয়ার জন্য এর থেকে ভাল মঞ্চ আর কিছু হতে পারে না। কোহালি বলেন, ‘‘আমরা নতুন তিন জনকে সুযোগ দিয়েছিলাম। ওরা আরও একটা সুযোগ পাবে। ব্যাটিং অর্ডারের কোনও নিশ্চয়তা নেই। পরিস্থিতির উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’

Advertisement

আরও পড়ুন: বিরাট-রোহিতের সেঞ্চুরি, ভারতের কাছে ১৬৮ রানে হার শ্রীলঙ্কার

এই ম্যাচে টস জয়টাই ভারতের জন্য সব থেকে বড় প্রাপ্তি ছিল। যে উইকেটে খেলতে হচ্ছে তাতে প্রথমে ব্যাট করাটাই জয়ের প্রথম পদক্ষেপ। বিরাট বলেন, ‘‘আমরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম। প্রথম তিন ম্যাচে যেটা আমরা পারিনি। ব্যাট করার জন্য এই উইকেট খুব ভাল। টস জেতাটাও দলের কাজে লেগেছে যাতে আমরা বড় রান করতে পেরেছি। যে রানটা তাড়া করে জেতাটা সহজ ছিল না।’’ যেটা পারেওনি শ্রীলঙ্কা। হারলেও এই ম্যাচেই ৩০০ উইকেটের মালিক হয়েছেন লাসিথ মালিঙ্গা। তাও আবার বিরাট কোহালিকে প্যাভেলিয়নে ফিরিয়েই এই কৃতিত্ব। কিন্তু হার সেই প্রাপ্তিকে উচ্ছ্বাসে পরিণত হতে দেয়নি। শ্রীলঙ্কা এই নিয়ে টানা ছ’টি ওয়ান ডেতে হারের মুখ দেখল। মালিঙ্গা বলেন, ‘‘৩০০ উইকেট খুবই স্পেশাল। কিন্তু এটা একটা নম্বর মাত্র। আমি কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম, আমি ভাল কিছু করতে পারছি না। হারের পর কোনও কিছুই ভাল লাগে না। আশা করছি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন