Cricket

সৌরভের সুপার সিরিজ মডেল পছন্দ নয় দু’ প্লেসির

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য একটি দলকে নিয়ে সুপার সিরিজ করার প্রস্তাব দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

জোহানেসবার্গ শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯
Share:

সৌরভের সঙ্গে মিলছে না দু’ প্লেসির ভাবনা। —ফাইল চিত্র।

শুধু তিনটি দল নয়, ক্রিকেটের প্রসারের জন্য আরও বেশি দলকে নিয়ে প্রতিযোগিতা করা উচিত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসি এমনটাই মনে করছেন।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য একটি দলকে নিয়ে সুপার সিরিজ করার প্রস্তাব দিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের এমন প্রস্তাবে দ্বিধাবিভক্ত বিশ্ব ক্রিকেট। প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, সৌরভের পরিকল্পনা ফ্লপ হবে।

আরও পড়ুন: পন্টিংয়ের দশক সেরা টেস্ট দলেও ক্যাপ্টেন কোহালি, তবে আর কোনও ভারতীয় দলে নেই

Advertisement

অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস সৌরভের প্রস্তাবিত সুপার সিরিজ-এর ভাবনাকে স্বাগত জানিয়েছেন। দু’ প্লেসি কিন্তু সৌরভের সুপার সিরিজ ভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন না। প্রাক্তন ভারত অধিনায়কের প্রস্তাব পছন্দ নয় দু’ প্লেসির। আরও বেশি সংখ্যক দলের অংশগ্রহণ চান তিনি। প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘‘যত বেশি দল অংশ নেবে, ততই খেলাটার প্রসার ঘটবে।’’ প্রোটিয়া অধিনায়কের মতে, ক্রীড়াসূচির ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। দু’ প্লেসি বলছেন, ‘‘অপেক্ষাকৃত ছোট দেশগুলো বেশি টেস্ট ম্যাচ খেলারই সুযোগ পায় না। ওরা অনেক কম খেলে।’’

দু’ প্লেসির মতে, ক্রিকেটের তিনটি শক্তিশালী দেশের দিকে তাকিয়ে ক্রীড়াসূচি তৈরি করা হলে খেলাটার বিকাশ ঘটবে না। ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি করে দলের অংশগ্রহণ দরকার। সৌরভের সঙ্গে মিলছে না দু’ প্লেসির ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন