দ্যুতির উচ্ছ্বাসে এ বার নেই সমারসল্ট

জামব্রোতার দিল্লি ডায়নামোসকে হারিয়েই ঘরের মাঠে প্রথম জয় চাইছেন সমীঘ দ্যুতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০৪:০৫
Share:

জামব্রোতার দিল্লি ডায়নামোসকে হারিয়েই ঘরের মাঠে প্রথম জয় চাইছেন সমীঘ দ্যুতি। আই এস এল থ্রি-র অন্যতম ফেভারিট দলের বিরুদ্ধে খেলতে নামার দু’দিন আগে বুধবার সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার উইঙ্গার বলে দিলেন, ‘‘আমরা ঘরের মাঠে এখনও কোনও ম্যাচ হারিনি, এটা পজিটিভ দিক। তবে কোনও ম্যাচ জিতিওনি। দিল্লি ম্যাচ থেকেই জেতা শুরু করতে হবে আমাদের। দেখা যাক।’’

Advertisement

তবে মালুদার দিল্লিকে হারানোর পরই কি দেখা যাবে দ্যুতির সেই বিখ্যাত সমারসল্ট? গত বছর গোলের পর সমারসল্ট দিয়ে সেলিব্রেশন করতেন আন্তোনিও হাবাসের প্রিয় ছাত্র। আইএসএলের প্রথম বছর এটিকে-তে যা করতেন ফিকরুও। কিন্তু এ বছর গোল করার পরও দ্যুতিকে কোনও সমারসল্ট দিতে এখনও দেখা যায়নি। কেন তিনি নিজের পরিচিত ব্র্যান্ড মাঠে দেখাচ্ছেন না? দ্যুতির নির্বিষ জবাব, ‘‘আসলে গোল করার পর সবার মতো আমারও একটা বিশেষ অনুভূতি হয়। গত বছর সমারসল্ট দিয়েছিলাম। এ বার সেটা করতে ইচ্ছে করেনি। অন্য ভাবে সেই অনুভূতি প্রকাশ করেছি সতীর্থদের সঙ্গে।’’

ছোটখাটো চেহারার দ্যুতি কিন্তু গত বছর থেকেই ধারাবাহিক ভাল পারফরর্মার। শেষ ম্যাচে এফ সি গোয়ার বিরুদ্ধে তাঁর গোলটি তো চোখ ধাঁধানো। পস্টিগার মতো ফুটবল বিশ্বে তাঁর কৌলিন্য নেই। বা ইয়ান হিউমের মতো আইএসএলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার তকমাও নেই। তাতে কী! দ্যুতি এটিকের এমন একটা স্তম্ভ, যাঁকে ছাড়া পুরো টিমের ভিতটা নড়ে যাবে। সেই দ্যুতি এ দিন বলছিলেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। সেখানে পৌঁছোতে লড়াই চালাচ্ছি। আমার মনে হয় না আমরা খুব খারাপ জায়গায় আছি। এখনও পর্যন্ত একটি ম্যাচেও কিন্তু আমরা হারিনি।’’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘‘টিমগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধান খুব কম। কে শেষ চারে যাবে সেটা বলা একেবারেই সম্ভব নয়। তবে আমাদের হাতে এখনও দশটি ম্যাচ রয়েছে। এই দশ ম্যাচে ভাল ফল করে আমার শেষ চারে যাবই।’’

Advertisement

জামব্রোতার টিমের নিয়মিত ভিডিও ইতিমধ্যেই দেখানো হয়েছে এটিকে ফুটবলারদের। মঙ্গলবারের দিল্লি-মুম্বই ম্যাচ হোটেলের ঘরে বসে মন দিয়ে দেখার নির্দেশও ছিল জোসে মলিনার। এটিকে কোচ দিল্লির কোথায় কোথায় খামতি, কোন জায়গা শক্তিশালী, সমস্ত কিছু ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন। দ্যুতি বলছিলেন, ‘‘আমরা ভিডিও দেখেছি। কোচও আমাদের সঙ্গে আলোচনা করেছেন। কোথায় ওদের শক্তি বা কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো নিয়েও কথা হয়েছে। আমরা এ বার জিততে চাই।’’

কালীপুজোর আগে আটলেটিকোর দু’টি গুরুত্বপূর্ণ হোম ম্যাচ রয়েছে। দিল্লি ডায়নামোস এবং মুম্বই সিটি এফসির সঙ্গে। যে দু’টি টিমই এই মুহূর্তে লিগ তালিকায় আটলেটিকোর উপরে রয়েছে। দিল্লি অবশ্য এটিকের সমান পয়েন্ট নিয়ে গোলাপার্থক্যে তিন নম্বরে রয়েছে। হিউমরা রয়েছে চারে। স্বভাবতই শনিবারের ম্যাচটি যে খুবই গুরুত্বপূর্ণ এ কথা মেনে নিচ্ছেন দ্যুতি। বলেও দিলেন, ‘‘দিল্লি এবং মুম্বই দু’টি টিমই শক্তিশালী। কিন্তু এই দু’টি ম্যাচ থেকে যত বেশি সংখ্যক পয়েন্ট তুলে নিতে চাই।’’

দ্যুতির সঙ্গে এ দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন প্রবীর দাসও। চুলের নতুন স্টাইল করে এই প্রবীর একেবারেই অচেনা। প্রবীরের আবার পাঁজরে চোট লেগেছে। তবে পস্টিগার মতো তাঁর অবস্থা নয়। তিনি নিজে দিল্লি ম্যাচ খেলতেও চান। বলছিলেন, ‘‘ব্যথা অল্প রয়েছে। তবে আমি দিল্লি ম্যাচে খেলতে চাই। যদি কোচ খেলান। আমার সমস্যা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement