Mohammad Kaif

রোহিতের সেঞ্চুরির ভবিষ্যদ্বাণী করে খোঁচা খেলেন কইফ

শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের দুর্দান্ত শতরান করার দিন একটি স্ক্রিনশট দিয়ে টুইট করেন কইফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯
Share:

মহম্মদ কইফ।—ফাইল চিত্র।

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন হয়ে গেল। যখন ভারতীয় দলে খেলেছেন বেশ সুনামের সঙ্গেই খেলেছেন—তিনি মহম্মদ কইফ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ী দলে অন্যতম সদস্য ছিলেন তিনি। কিন্তু এ বার কি ক্রিকেট ছেড়ে জ্যতিষ শাস্ত্রে মন দিলেন কইফ?

Advertisement

শুক্রবার কইফের একটি টুইটের দিকে নজর দিলে অন্তত সেই কথাই মনে হবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের দুর্দান্ত শতরান করার দিন একটি স্ক্রিনশট দিয়ে টুইট করেন কইফ। বন্ধুকে পাঠানো ম্যাসেজের স্ক্রিনশটটিতে কইফ লেখেন, “শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে শতরান করবেন রোহিত।”

Advertisement

আরও পড়ুন: ‘আবার কবে ভারতের অধিনায়কত্ব করব জানি না’

আরও পড়ুন: চোট, দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে ম্যাথুস

নিজের দেওয়া স্ক্রিনশটটির নীচে কইফ লেখেন, “ম্যাচের চতুর্থ ওভারে এটি আমার এক বন্ধুকে আমি বলেছিলাম। আজকের জন্য নিজেকে নস্ত্রাদামুস মনে হচ্ছে। দারুণ ইনিংস রোহিত শর্মা।”

কইফের এই টুইটের পরেই তাঁকে টিপ্পনি কেটে একের পর এক টুইট করতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। গুজরাত ভোট থেকে টুজি স্ক্যাম সব বিষয় নিয়েই তাঁরা খোঁচা দিতে থাকেন কইফকে।

এক জন লেখেন, “গুজরাতের ভোটের ফল কী হবে, সেটা আগে কেন জানাননি।”

আরেক জন কইফের থেকে টুজি স্ক্যাম নিয়ে জানতে চেয়ে লেখেন, “কইফ বাবাজি আপনি কী বলতে পারেন টুজি স্ক্যাম কে করেছিলেন?”

আরেক জন তো আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়েই প্রশ্ন করে বসেন কইফকে। তিনি লেখেন, “দয়া করে বলুন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন