Cricket

সচিনের আগে টেস্টে ছ’হাজারে বিরাট, দেখুন প্রথম দশে কারা

টেস্টে ৬০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহালি। দশম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি। নিলেন ১১৯ ইনিংস। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দেখে নেওয়া যাক, টেস্টের ইতিহাসে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডধারীদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৩
Share:
০১ ১২

টেস্টে ৬০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহালি। দশম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি। নিলেন ১১৯ ইনিংস। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দেখে নেওয়া যাক, টেস্টের ইতিহাসে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডধারীদের।

০২ ১২

স্যর ডোনাল্ড ব্যাডম্যান: টেস্টে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারটি ৬৮ ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন।

Advertisement
০৩ ১২

স্যর গারফিল্ড সোবার্স: ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অলরাউন্ডার ৬ হাজার রান করতে নিয়েছিলেন ১১১ ইনিংস।

০৪ ১২

স্টিভ স্মিথ: সোবার্সের সঙ্গে একই আসনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি ১১১ ইনিংসে এই রান করেছিলেন।

০৫ ১২

ওয়ালি হ্যামন্ড: ইংল্যান্ডের এই প্রাক্তন তারকা ১১৪ ইনিংস নিয়েছিলেন এই রান করতে।

০৬ ১২

স্যর লেন হাটন: পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের আরও একজন ব্যাটসম্যান। হাটন এই মাইলস্টোন স্পর্শ করতে নিয়েছিলেন ১১৬ ইনিংস।

০৭ ১২

কেন ব্যারিংটন: পরের স্থানেও অপর এক ইংরেজ। ১১৬ ইনিংসে ৬০০০ রানে পৌঁছন তিনি।

০৮ ১২

কুমার সঙ্গকারা: শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক রয়েছেন সেরাদের তালিকায়। ব্যারিংটনের মতোই ১১৬ ইনিংসে এই রানের রেকর্ড করেন তিনি।

০৯ ১২

সুনীল গাওস্কর: ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে দ্রুততম ছ’হাজার রান করেছেন। তিনি ১১৭ ইনিংসে ছ’হাজার রানের গন্ডি টপকান।

১০ ১২

বিরাট কোহালি: দ্বিতীয় ভারতীয় হিসেবে উঠে এলেন বর্তমান অধিনায়ক। বিরাট ৬০০০ রানের মাইলস্টোন টপকাতে নিলেন ১১৯ ইনিংস।

১১ ১২

ভিভ রিচার্ডস: ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম সেরা। ১২০ ইনিংস লেগেছিল তাঁর টেস্টে ৬০০০ রান করার জন্য।

১২ ১২

সচিন তেন্ডুলকর: এই তালিকায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন আধুনিক ডন। রিচার্ডসের মতো ১২০ ইনিংসে এই রান করেছিলেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement