বিরাট-অনুষ্কার সামনে হার

গত আইপিএলের সময় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দু’জনে। সেই সময় দু’জনের সম্পর্কের পুনর্মিলন সমীকরণ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সেই বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা একসঙ্গে ফের দেখা দিলেন। তবে ক্রিকেট মাঠে নয়। দিওয়ালির সন্ধেয় গোয়ায় আইএসএল ম্যাচের ভিআইপি গ্যালারিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০৩:৫০
Share:

গত আইপিএলের সময় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দু’জনে। সেই সময় দু’জনের সম্পর্কের পুনর্মিলন সমীকরণ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সেই বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা একসঙ্গে ফের দেখা দিলেন। তবে ক্রিকেট মাঠে নয়। দিওয়ালির সন্ধেয় গোয়ায় আইএসএল ম্যাচের ভিআইপি গ্যালারিতে। এফসি গোয়া টিমের অন্যতম মালিক বিরাট। কিন্তু টিম মালিকের সামনে হেরে গেল জিকোর গোয়া। অ্যাওয়ে ম্যাচে জামব্রোতার দিল্লি ডায়নামোসকে ২-০ জয় এনে দিলেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো এবং ঘানার রিচার্ড গাডজে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে উঠে এল দিল্লি। আর সবার শেষে গোয়া। বিরাট অবশ্য বলে যান, ‘‘আমি আশাবাদী। টিম ঘুরে দাঁড়াবেই। যেমনটা দাঁড়িয়েছিল প্রথম আইএসএলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement