পুণেকে হারিয়ে এটিকের ঘাড়ে উঠে এল চেন্নাই

জন আব্রাহামের টিমের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘরের মাঠে নামার আগে আটলেটিকো দে কলকাতাকে কিছুটা চিন্তায় ফেলে দিল মাতেরাজ্জি এবং হাবাসের টিম। আইএসএল টেবলের যা পরিস্থিতি তাতে কলকাতা নিশ্চয়ই চেয়েছিল, মঙ্গলবারের চেন্নাইয়ান এবং পুণে সিটি ম্যাচের ফল অমীমাংসিত ভাবে শেষ হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

চেন্নাইয়ানের জয়ের পরে অভিষেক বচ্চনের সেলফি। ছবি: আইএসএল

জন আব্রাহামের টিমের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘরের মাঠে নামার আগে আটলেটিকো দে কলকাতাকে কিছুটা চিন্তায় ফেলে দিল মাতেরাজ্জি এবং হাবাসের টিম।

Advertisement

আইএসএল টেবলের যা পরিস্থিতি তাতে কলকাতা নিশ্চয়ই চেয়েছিল, মঙ্গলবারের চেন্নাইয়ান এবং পুণে সিটি ম্যাচের ফল অমীমাংসিত ভাবে শেষ হোক। তবেই পয়েন্ট টেবলে সুবিধে পেয়ে যেত মলিনার টিম। কিন্তু সে রকম কিছুই ঘটল না। উল্টে চেন্নাইয়ান জিতে যাওয়ায় পুণের পাশাপাশি কলকাতার একেবারে ঘাড়ে উঠে এলেন জেজেরাও। বৃহস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে জিততে না পারলে চাপে পড়ে যাবে জোসে মলিনার দল।

এ দিন নিজেদের ঘরের মাঠে পুণেকে ২-০ হারিয়ে সাত নম্বর থেকে পাঁচে উঠে আসে চেন্নাই। কলকাতার (৯ ম্যাচে ১৩) থেকে এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট এখন ১৩। পুণে আবার এ দিন হারলেও তারা ১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গিয়েছে। কলকাতার আগে দুই টিম কেরল এবং মুম্বই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট আবার ১৫। শীর্ষে থাকা দিল্লির ১০ ম্যাচে ১৭ পয়েন্ট। আর আট এবং নয় নম্বর টিম যথাক্রমে নর্থইস্ট (৯ ম্যাচ খেলে) এবং গোয়ার (১০ ম্যাচ খেলে) পয়েন্ট ১০। স্বভাবতই আইএসএল টেবলের সাপ-লুডোর খেলা কিন্তু এই মুহূর্তে বেশ জমেছে। কলকাতা অবশ্য এ মরসুমে এখনও পর্যন্ত লিগ টেবলে চারের নীচে একবারও নামেনি।

Advertisement

এ দিন বিরতির ঠিক আগে চেন্নাইয়ানকে এগিয়ে দেন জেজে। দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতে ২-০ করেন মাতেরাজ্জির দেশের স্ট্রাইকার ডেভিড সুচি। পুণে এ দিন গোলের মুখই খুলতে পারেনি। পরপর দু’ ম্যাচে বাজে হারের পর এ দিন তিন পয়েন্ট পেয়ে গত বারের চ্যাম্পিয়নরা আইএসএল টেবলে আবার ভাল জায়গায় উঠে এল। আপাতদৃষ্টিতে এই ম্যাচে আলাদা করে সে ভাবে উত্তেজনা ছিল না ঠিকই, তবে এ দিনের ম্যাচের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এ বার আইএসএলের ম্যাচে প্রচুর কার্ড দেখছেন ফুটবলাররা। কিন্তু মঙ্গলবার চেন্নাই-পুণে ম্যাচে একটিও কার্ড হয়নি।

আটলেটিকোর ফুটবলারদের এ দিন চেন্নাই-পুণে ম্যাচ দেখার নির্দেশ দিয়েছিলেন মলিনা। এবং জেজেরা জিতে যাওয়ায় তাঁদের শেষ চারে যাওয়ার লড়াইটা কঠিন হচ্ছে স্বীকার করে নিচ্ছেন সবাই। হিউম-পস্টিগাদের কোচ ফুটবলারদের পরিষ্কার বলে দিয়েছেন, নর্থইস্ট ম্যাচ না জিতলে কতটা চাপে পড়ে যেতে হবে কলকাতাকে। এর মধ্যে আবার বৃহস্পতিবার চোটের জন্য সম্ভবত দ্যুতিকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় কাকে খেলাবেন এখনও ঠিক করে উঠতে পারেননি মলিনা। মঙ্গলবার রিকভারি সেশন ছিল। যাঁরা দিল্লি ম্যাচ খেলেননি, তাঁরাই শুধু প্র্যাকটিস করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন