৫-০ গোলে জিতে ভারতসেরা মোহনবাগান

অসাধারণ জয়। আট বছর পর মোহনবাগানের ঘরে আবার ফেডারেশন কাপ। গত বছরই ক্লাবকে আই লিগ এনে দিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। এই বছর আই লিগের কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৬ ১৮:৫৫
Share:

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান। ট্রফি নিয়ে উচ্ছ্বাস।

মোহনবাগান ৫ (সনি, ধনাচন্দ্রা, জেজে-২, বিক্রমজিৎ)

Advertisement

আইজল এফসি ০

অসাধারণ জয়। আট বছর পর মোহনবাগানের ঘরে আবার ফেডারেশন কাপ। গত বছরই ক্লাবকে আই লিগ এনে দিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। এই বছর আই লিগের কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তখনই ফেডারেশন কাপকে পাখির চোখ করে ফেলেছিলেন বাগান কোচ। দলকেও তাতিয়েছিলেন সেই মতোই। আর বছর শেষে বাজিমাত এক বঙ্গ কোচেরই। ফেডারেশন কাপের ফাইনালে হারালেন আর এক বঙ্গ কোচকে। প্রাক্তন মোহনবাগানকে হারালেন বর্তমান বাগান কোচ। প্রথমার্ধটা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আইজলকে খেলা থেকে প্রায় ছিটকেই দিলেন সনি, জেজেরা। দ্বিতীয়ার্ধেই করলেন পাঁচ গোল।

Advertisement

• ম্যাচের সেরা জেজে।

• ফেডারেশন কাপে আইজল এফসিকে ০-৫ গোলে হারিয়ে দিল মোহনবাগান।

• আবার জেজের গোল। ৫-০ গোলে এগিয়ে মোহনবাগান।

• গোওওওওওওল....

• ৮২ মিনিটে মোহনবাগানের হয়ে ৪-০ করলেন বিক্রমজিৎ সিংহ।

• গোওওওওওওওল....

• অল্পের জন্য গোল মিস আইজলের।

• ৩-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান।

• ৭৩ মিনিটে গোল করলেন জেজে লালপেখলুয়া।

• গোোওওওওওওল....

• ৭০ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• নিজের দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন সনি।

• ম্যাচের ৬০ মিনিট খেলা হয়ে গিয়েছে।

• গোল কিক মোহনবাগানের।

• মোহনবাগান ২, আইজল ০।

• ৫৮ মিনিটে কাটসুমির কর্নার থেকে ধনাচন্দ্রার হে্ড সরাসরি গোলে।

• গোওওওওওওল....

• ৫৫ মিনেটের খেলা শেষ

• দেবজিতের সেভ।

• আইজলের কর্নার বাইরে।

• কাটসুমিকে ফাউল করে কার্ড দেখলেন লালরুয়াথারা।

• ৪৮ মিনিটে সনি নর্ডির গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• গোওওওওওওল....

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষে মোহনবাগান ০-০ আইজল এফসি।

• মোহনবাগানের কর্নার।

• মোহনবাগানের ফ্রিকিক। গ্লেনের শট বেরিয়ে গেল বাইরে।

• ৩৫ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• কাটসুমির কর্নার থেকে আন মার্ক অবস্থায় থাকা গ্লেন বল পেয়েও গোলে রাথতে ব্যর্থ।

• গ্লেনের সহজ সুযোগ নষ্ট।

• ৩০ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• কর্নার থেকে গ্লেনের হেড সোজা গোলকিপারের হাতে।

• ২৫ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• অ্যালফ্রেডের বক্সের কোনা থেকে গোলমুখি শট সরাসরি দেবজিতের হাতে।

• জেজে আর ধনান নিজেদের মধ্যে খেলে ক্রস তুলেছিলেন। কিন্তু বেশি সময় নিয়ে ফেললেন।

• আইজলের গোলমুখি আক্রমণ।

• ২০ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• ইমানুয়েলের হলুদ কার্ড।

• মোহনবাগান রক্ষণের উপর চাপ সৃষ্টি করছে আইজল।

• আইজল বক্সে ঢুকে পড়েছিলেন সনি। শেষ মুহূর্তে তাঁর পা থেকে বল কাড়লেন আইজল ডিফেন্ডার।

• জেজের শট সরাসরি গোলকিপারের হাতে।

• ১৫ মিনিটের খেলা হয়ে গিয়েছে।

• আহত আইজলের প্লেয়ার। চলছে চিকিৎসা।

• আইজলের ফ্রিকিক বাইরে।

• আইজলের কর্নার। সরাসরি দেবজিতের হাতে।

• ৬মিনিট, জায়গা ছে়ড়ে বেরিয়ে এসেছিলেন বাগান গোলকিপার দেবজিত।

• আবার সুয়োগ আইজলে্র।

• ৪ মিনিট, আইজলের সুযোগ। লুসিয়ানো ক্লিয়ার।

• গুয়াহাটিতে আবার বৃষ্টি শুরু।

• আইজল বক্সে গ্লেন। তবে গোলে শট নিতে ব্যর্থ।

• ২ মিনিট, প্রীতমের ট্যাকেল। ফ্রিকিক আইজল।

• সকাল থেকেই গুয়াহাটিতে ভাল বৃষ্টি হয়েছে।

• খেলা শুরু।

• মাঠে নেমে পড়েছে দুই দলের ফুটবলাররা।

• খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে।

মোহনবাগান দল: দেবজিৎ, প্রীতম, কিংশুক, লুসিয়ানো, ধনচন্দ্র, প্রণয়, বিক্রমজিৎ, কাটসুমি, সনি, জেজে, গ্লেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন