Sports News

ড্র করে ফেড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল-আইজল

গোলশূন্য ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ও আইজল। আইজলের আই লিগ চ্যাম্পিয়ন হওয়াটা যে চমক ছিল না সেটা ফেডারেশন কাপেও প্রমাণ করছে খালিদ জামিলের ছেলেরা। গ্রুপ এ থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ইস্টবেঙ্গল ও আইজল দুই দলকেই ড্র করতে হত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ২২:২৩
Share:

অনুশীলনে ইস্টবেঙ্গল দল। -নিজস্ব চিত্র।

ইস্টবেঙ্গল ০

Advertisement

আইজল ০

গোলশূন্য ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ও আইজল। আইজলের আই লিগ চ্যাম্পিয়ন হওয়াটা যে চমক ছিল না সেটা ফেডারেশন কাপেও প্রমাণ করছে খালিদ জামিলের ছেলেরা। গ্রুপ এ থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ইস্টবেঙ্গল ও আইজল দুই দলকেই ড্র করতে হত। যেটা এই দুই দলের খেলায়ও প্রমাণ হল এ দিন। মিস আর সেভ ছাড়া আর কিছুই ছিল না আজকের ম্যাচে।

Advertisement

আরও খবর: লাজংকে হারিয়ে গ্রুপ শীর্ষে বাগান

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই উইলিস প্লাজার মিস দিয়ে শুরু। বিকাশ জাইরুর মাপা ক্রস বুঝতেই বেড়ি করে ফেলেছিলেন প্লাজা। যে কারণে বলে শট নিতে ব্যর্থ তিনি। বক্সের মধ্যে থেকেই সেই বল ক্লিয়ার করে দেন লালথাকিমা। এই সুযোগ নষ্টের ঠিক দু’মিনিটের মধ্যেই ওয়েডসনের যে হেড আইজল গোলে যেতে পারত সেটা এতটাই দুর্বল ছিল যে সহজেই ক্লিয়ার করল আইজল ডিফেন্স। এর পরই ১৭ মিনিটে ছিল আইজল গোলকিপারের দুরন্ত সেভ। না হলে প্লাজা-ওয়েডসন জুটি গোলের মুখ প্রায় খুলেই ফেলেছিল। ২১ মিনিটে আবার প্লাজার ভুলে গোল নষ্ট।

এর পর ছিল আইজলের পালা। লালনুফেলার গোলমুখি শট হাওয়ায় লাফিয়ে বাইরে পাঠালেন অর্ণব মণ্ডল। এর পরটা ছিল আইজলের। প্রথমার্ধের শেষ পর্যন্ত বেশ কিছু আধা সুযোগ তৈরি করল আই লিগ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ভাবা হয়েছিল গোলের মুখ দেখতে পাবে কোনও না কোনও দল। কিন্তু তেমনটা হল না। যেখানে শেষ করেছিল প্রথমার্ধ সেখান থেকেই শুরু হল দ্বিতীয়ার্ধ। প্লাজার মিসের তালিকা বাড়লই শুধু। আর কিছু হল না। ৬৯ মিনিটে যে গোলের সুযোগ প্লাজা মিস করলেন সেটার জন্য হয়তো আজ রাতে ঘুম আসবে না তাঁর। শুধুমাত্র গোলকিপারকে সামনে পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ তিনি। এত গোলের সুযোগ তৈরি করল যাতে একডজন গোল করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনাল টাচটাই দেখা গেল না।

গত ম্যাচের জোড়া গোলদাতা রবিন সিংহকে এদিন প্রথম থেকে নামানো হয়নি। গোলের মুখ খুলতে ওয়েডসনকে তুলে যখন রবিন কে নামানো হল তখন আম্পায়ারের ঘড়িতে ৮০ মিনিট অতিক্রান্ত। পুরো ম্যাচে যিনি সব থেকে বেশি নজরে পড়লেন তিনি বিকাশ জাইরু। সারাক্ষণই গোলের বল তৈরি করে গেলেন। শেষের দিকে ইস্টবেঙ্গলের আক্রমণ রুখতে আইজল বক্সে পৌঁছে গেল পুরো আইজল টিম। পুরো ম্যাচে সব কিছুই ছিল শুধু গোলটাই হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন