পুরনো নিয়মে ফিরছে ফেডারেশন কাপ

এক বছরেই মোহভঙ্গ হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে। যার সুবাদে ফের পুরনো নিয়মে ফিরছে ফেড কাপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৯
Share:

এক বছরেই মোহভঙ্গ হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে। যার সুবাদে ফের পুরনো নিয়মে ফিরছে ফেড কাপ।

Advertisement

বৃহস্পতিবার ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির প্রধান অনিল কামাথের কথায় সে রকমই ইঙ্গিত। তিনি বলেন, ‘‘গত বছর হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে ফেড কাপ কাপ করতে বেশি সময় গিয়েছে। সেটা বাঁচানোর জন্যই আগের মতো দেশের কোনও একটি শহরে এই নকআউট টুর্নামেন্ট আয়োজন করার কথা আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই এ সিদ্ধান্তে সিলমোহর পড়বে।’’

ফেডারেশন সূত্রে খবর, শিলং, বেঙ্গালুরু, গুয়াহাটি-সহ বেশ কিছু শহরকে আয়োজক হিসেবে ভেবে রেখেছেন ফেডারেশন কর্তারা। কারণ, কলকাতা, মুম্বই, দিল্লি, গোয়ার স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য কাজ চলছে। তবে বেঙ্গালুরুতে অনুশীলনের জন্য মাঠের অভাব। ফলে একই শহরে দশটি টিম থাকলে সমস্যা তৈরি হবে। গুয়াহাটিতেও শহরের কোনও টিম না থাকায় স্থানীয় দর্শকের আগ্রহ নাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে ফেড কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে শিলং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement