চব্বিশ ঘণ্টার মধ্যে নইমের চিঠির উত্তর পাঠাল ফেডারেশন

আনন্দবাজারের খবরের জের। দু’সপ্তাহ অপেক্ষা করানোর পর বৃহস্পতিবারই ফেডারেশন উত্তর পাঠাল দ্রোণাচার্য কোচ নইমুদ্দিনের বিস্ফোরক চিঠির। গত ৫ অগস্ট প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুংয়ের ‘দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন নইম। যেখানে তিনি রেয়াত করেননি ফেডারেশনকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০৩:৫৭
Share:

বৃহস্পতিবার আনন্দবাজারে প্রকাশিত নইমের সেই চিঠির অংশবিশেষ।

আনন্দবাজারের খবরের জের। দু’সপ্তাহ অপেক্ষা করানোর পর বৃহস্পতিবারই ফেডারেশন উত্তর পাঠাল দ্রোণাচার্য কোচ নইমুদ্দিনের বিস্ফোরক চিঠির।

Advertisement

গত ৫ অগস্ট প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুংয়ের ‘দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন নইম। যেখানে তিনি রেয়াত করেননি ফেডারেশনকেও।

সেই খবর বৃহস্পতিবারের আনন্দবাজারে প্রকাশিত হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ফেডারেশনের জবাব পেয়ে গেলেন নইম। রাতে সে খবর জানিয়ে তিনি বললেন, ‘‘একটু আগে বাড়ি ফিরে দেখলাম ফেডারেশনের চিঠি এসেছে। যাক, অবশেষে ওরা আমার চিঠির উত্তর দেওয়ার সৌজন্য দেখাল। তবে ফেডারেশন কী জবাব দিয়েছে তা এখনই বলছি না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বলব। সেখানে আরও অনেক কিছু বলার আছে।’’

Advertisement

এএফসি-র সভায় যোগ দিয়ে কুয়ালা লামপুর থেকে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন এআইএফএফ সচিব কুশল দাস। আর দেশে ফিরেই নইমুদ্দিনের চিঠি নিয়ে মুখও খুলেছেন তিনি। দ্রোণাচার্য কোচের চিঠি পাওয়ার কথা স্বীকার করে ফেডারেশন সচিব এ দিন বিকেলে বলেন, ‘‘নইমুদ্দিনের চিঠি পেয়েছি। ভাইচুংয়ের ফেয়ারওয়েল ম্যাচে ফেডারেশন অন্যতম আয়োজক ছিল সেটা ঠিক। তবে ম্যাচটার সঙ্গে যে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষদের ত্রাণের ব্যাপার জড়িত ছিল সেটা আমরা জানতাম না। বিষয়টার সঙ্গে ফেডারেশন কোনও ভাবেই জড়িত নয়। তা ছাড়া এটা আদালতের বিচারাধীন বিষয়। তাই এর বেশি কিছু বলা যাবে না।’’

ফেডারেশন দায় ঝেড়ে ফেললেও ময়দানের প্রাক্তন ফুটবলারদের এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া। সুব্রত ভট্টাচার্য যেমন বলছেন, ‘‘নইম ঠিক করেছেন। আমি চাই সত্য প্রকাশিত হোক।’’ ভারতীয় দলে নইম-ভাইচুং দু’জনকেই সামনে থেকে দেখেছেন প্রদীপ চৌধুরী। তিনি বললেন, ‘‘গোটা বিষয়টা পুরো না জানায় কিছু বলতে পারব না। তবে ভাইচুং দেশের অধিনায়কত্ব করেছে। তার উপর বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্বও। তাই যে কোনও ব্যাপারে ওকে এগোতে হবে স্বচ্ছ পথে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন