FIFA World Cup 2018

পানামা খালে গোলের স্রোত, ৬ গোল দিল ইংল্যান্ড

পানামাকে ছয় গোল দিল ইংল্যান্ড। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হ্যারি কেন। নকআউটেও উঠল ইংল্যান্ড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ২০:০২
Share:

হ্যাটট্রিককারী হ্যারি কেনকে নিয়ে উচ্ছ্বাস ইংল্যান্ড ফুটবলারদের। ছবি: এএফপি।

পানামাকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ইংল্যান্ড। প্রথমার্ধে এল পাঁচ গোল। দ্বিতীয়ার্ধে এল এক গোল। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে ৬-১ গোলে হারাল ইংল্যান্ড। রবিবার দিনের প্রথম ম্যাচে নিঝনি নভগরদ স্টেডিয়ামে হল মোট সাত গোল। এবারের বিশ্বকাপে এটাই সবচেয়ে বেশি গোলের ম্যাচ।

Advertisement

এদিন হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। প্রথম ম্যাচে করেছিলেন দু’গোল। ফলে, দুই ম্যাচে তাঁর মোট গোল দাঁড়াল পাঁচে। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বেলজিয়ামের লুকাকুকে টপকে তিনিই এখন রাশিয়া বিশ্বকাপের সর্বাধিক গোলশিকারী। ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল দিয়েছিলেন তিনি। দ্বিতীয় গোলও আসে পেনাল্টিতে। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ফের গোল করলেন তিনি। ৬২ মিনিটে করলেন হ্যাটট্রিক।

তিনিই হলেন ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার, যাঁর বিশ্বকাপে হ্যাটট্রিক রয়েছে। ১৯৬৬ সালে জিওফ হার্স্ট ও ১৯৮৬ সালে গ্যারি লিনেকার হ্যাটট্রিক করেছিলেন বিশ্বকাপে। তাঁদের সঙ্গে একাসনে বসলেন তিনি।

Advertisement

পানামার হতভাগ্য গোলরক্ষক পেনেডো। ছবি: এএফপি।

ম্যাচের আট মিনিটে ইংল্যান্ডকে দুরন্ত হেডে এগিয়ে দিয়েছিলেন জন স্টোনস। হ্যারির প্রথম গোলের পর লিনগার্ড বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে করেন ৩-০। ৪০ মিনিটের মধ্যে আসে তিন গোল। এরপর হেডে নিজের দ্বিতীয় গোল করেন স্টোনস। শেষ দুই গোলই অধিনায়ক হ্যারির। পানামার সান্ত্বনার গোল আসে ৭৮ মিনিটে। বিশ্বকাপে পানামার প্রথম গোল করেন ৩৭ বছর বয়সি ফেলিপে বালোয়।

আরও পড়ুন: যে যাই বলুক, রাশিয়ায় এখন ডেটিং অ্যাপের রমরমা

আরও পড়ুন: আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ চরমে, একঘরে কোচ সাম্পাওলি

আরও পড়ুন: হকিতে এবার আর্জেন্টিনা বধ ভারতের​

থম ম্যাচে ইংল্যান্ড ২-১ হারিয়েছিল তিউনিসিয়াকে। এদিন পানামাকে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। নকআউটে উঠেছে বেলজিয়ামও। কোন দল গ্রুপের এক নম্বরে থাকবে, তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন