France

জিদানদের সেই বিশ্বজয়ী দলের সদস্যরা আজ কে কোথায়

আজ থেকে ঠিক ২০ বছর আগে জুলাইয়ের এমনই এক দিনে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং ব্রাজিল। ঘরের মাটিতে ব্রাজিলকে হারিয়ে সে বারই প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স। জিদানদের সেই রত্নখচিত দল তিন গোলে হারায় ব্রাজিলকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই দলের তারকারা আজ কোথায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১০:৩৩
Share:
০১ ১৪

আজ থেকে ঠিক ২০ বছর আগে জুলাইয়ের এমনই এক দিনে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং ব্রাজিল। ঘরের মাটিতে ব্রাজিলকে হারিয়ে সে বারই প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স। জিদানদের সেই রত্নখচিত দল তিন গোলে হারায় ব্রাজিলকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই দলের তারকারা আজ কোথায়। ছবি: গেটি ইমেজেস।

০২ ১৪

জিনেদিন জিদান: ফ্রান্সের বিশ্বকাপের অন্যতম প্রধান কারিগর। ফাইনালেও দু’টি গোল করেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। জুভেন্তাস, রিয়াল মাদ্রিদ হয়ে কিছু দিন আগে পর্যন্তও রিয়ালের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন জিদান।

Advertisement
০৩ ১৪

দিদিয়ের দেশঁ: বিশ্বজয়ী ফ্রান্সের অধিনায়ক ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০১২ সালে দায়িত্ব নেন ফ্রান্সের জাতীয় দলের। বিশ্বকাপ জিতলে মারিয়ো জাগালো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তিনিই হবেন তৃতীয় ব্যক্তি যিনি ফুটবলার এবং কোচ হিসাবে কাপ জিতবেন।

০৪ ১৪

লিলিয়াঁ থুরাম: সে বারের বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্ডার। দাবিদার ছিলেন সোনার বলেরও। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেন। দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলে অবসর নেওয়া থুরাম বর্তমানে ফুটবলে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন কাজ করছেন।

০৫ ১৪

থিয়েরি অঁরি: বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। টুর্নামেন্টে তিন গোল করা অঁরি আর্সেনালের হয়ে একাধিক মরসুম খেলে অবসর নিয়ে ফুটবল বিশেষজ্ঞ হিসাবে বহু দিন কাজ করেছেন। বর্তমানে তিনি বেলজিয়ামের সহকারী কোচ।

০৬ ১৪

এমানুয়েল পেতিত: আর্সেনাল, চেলসি, বার্সায় খেলা এই মিডফিল্ডার বিশ্বকাপে দু’টি গোল করেছিলেন। যার মধ্যে ছিল ফাইনালের একটি গোল। বর্তমানে তিনি একটি স্পোর্টস ওয়েবসাইট এবং গৃহহীনদের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যামবাসাডর।

০৭ ১৪

ফাবিয়েন বার্থেজ: বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন বার্থেজ। ম্যান ইউয়ের হয়ে ২০০৭ পর্যন্ত খেলার পর মোটরস্পোর্টসে কেরিয়ার তৈরিতে মনোযাগ দিয়েছেন বার্থেজ।

০৮ ১৪

মার্সেল দেসাই: এসি মিলানের এই ডিফেন্ডার ফিফার অল স্টার টিমে জায়গা পেয়েছিলেন। ২০০৬ পর্যন্ত চেলসির হয়ে খেলে অবসর নেন। দেসাই বর্তমানে এক জন ফুটবল বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন।

০৯ ১৪

ডেভিড ত্রেজেগুয়ে: বিশ্বকাপে ফর্মে থাকলেও তেমন ভাবে গোল পাননি। তবে দু’বছর পর ইউরো কাপে তাঁর গোলেই ট্রফি জেতে ফ্রান্স। য়ুভেন্তাসের হয়ে ১০ বছর খেলে অবসর নিয়ে বর্তমানে ওই ক্লাবের সঙ্গেই রয়েছেন ত্রেজেগুয়ে।

১০ ১৪

লরা ব্লাঁ: ফ্রান্সের অন্যতম ভরসার ডিফেন্ডার ছিলেন। পর্তুগাল এবং ইতালির বিরুদ্ধে তার গোল দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। অবসরের পর বছর দুয়েক জাতীয় দলের ম্যানেজার ছিলেন। বর্তমানে প্যারিস সঁ জঁয়ের কোচ ব্লাঁ।

১১ ১৪

বি লিজ়ারাজ়ু: বিশ্বজয়ী ফ্রান্সের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার। ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করে খবরে চলে এসেছিলেন। দেশের হয়ে ৯৭ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার বর্তমানে এক জন নামজাদা ফুটবল বিশেষজ্ঞ।

১২ ১৪

ক্রিস্টোফে দুগারি: টুর্নামেন্টে ফরাসিদের হয়ে প্রথম গোলটা করেছিলেন। অবসরের পর টিভিতে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

১৩ ১৪

ইয়োরি জোরকয়েফ: মিলানের অন্যতম আক্রমণাত্মক ফুটবলার হিসেবে সব সময় নজর কেড়েছেন। গ্রুপ পর্বে ফ্রান্সের শেষ ম্যাচে গোলটি করেছিলেন। পরবর্তী সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে।

১৪ ১৪

প্যাট্রিক ভিয়েরা: দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। পরবর্তী সময় বিভিন্ন ফুটবল ক্লাবে কোচের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে তিনি নিসের দায়িত্বে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement