Football

যে যে কারণে ব্রাজিলের সঙ্গে পারল না মেক্সিকো

এক ঝলকে দেখে নেওয়া নেওয়া যাক প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জয়ের পাঁচ কারণ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১১:০৯
Share:
০১ ০৬

আক্ষরিক অর্থেই মার-মার কাট-কাট লড়াই। টান টান ৯০ মিনিট। যদিও শেষ রক্ষা হল না মেক্সিকোর। সাম্বা ঝড়ে উড়ে গেল তারা। আর্জেন্টিনা-স্পেন বিদায় নেওয়ার পরেই তৈরি হয়েছিল আশঙ্কা। কিন্তু, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল নেমারের দল। এক ঝলকে দেখে নেওয়া নেওয়া যাক প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জয়ের পাঁচ কারণ। ছবি: এএফপি।

০২ ০৬

অসাধারণ গতি: ব্রাজিলীয় গতির বিরুদ্ধে প্রথমার্ধে লড়াই চালালেও সময় যতই এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছে মেক্সিকো। ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিল এই গতি আর ছন্দ।

Advertisement
০৩ ০৬

নেমার: তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু, এ দিনের ম্যাচে সব সমালোচনার জবাব দিলেন নেমার। শুধু নিজে গোল করলেন না, গোল করালেনও। ব্রাজিলের আক্রমণের নেতৃত্বও দিলেন।

০৪ ০৬

ফ্যাক্টর গোলকিপার:  এ দিনের ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে উঠলেন আলিসন। অসাধারণ দক্ষতায় যে ভাবে মেক্সিকোর আক্রমণ রুখে দিলেন, নিঃসন্দেহে প্রশংসা করতে হবে।

০৫ ০৬

দুরন্ত ডিফেন্স: গোলকিপারের পাশাপাশি প্রশংসা করতেই হবে ব্রাজিলের ডিফেন্সের। যে ভাবে মেক্সিকোর আক্রমণকে পাল্টা আক্রমণে পরিণত করলেন তারা, তাতে অনেক সুবিধা হয়ে যায় ব্রাজিলেরই।

০৬ ০৬

গতিময় উইলিয়ান: মেক্সিকোর বিরুদ্ধে অসাধারণ ম্যাচ উপহার দিলেন উইলিয়ান। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে উইলিয়ান একটা বড় ভূমিকা নিলেন। উইলিয়ানের গতিময় ফুটবল নেমারের কাজটা অনেক সহজ করে দিয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement