Fifa World Cup 2018

জিতে অভিযান শুরু উরুগুয়ের

১৯৭০ বিশ্বকাপের পর এ বারই প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করল উরুগুয়ে। সে বার তারা হারিয়েছিল ইজরায়েলকে। শুক্রবার হারাল মিশরকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ২০:০৯
Share:

গোলের পর গিমেনেজের উচ্ছ্বাস। ছবি এএফপি

লুই সুয়ারেজ ছন্দে ছিলেন না, তবু জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল উরুগুয়ে। শুক্রবার প্রথম ম্যাচে ৯০ মিনিটে করা জোসে গিমেনেজের গোলে মিশরকে হারাল তারা।

Advertisement

ইকাতেরিনবার্গ এরিনায় ম্যাচ অবশ্য খুব একটা আকর্ষণীয় হয়ে উঠল না। সুয়ারেজ প্রথমার্ধে একবার বাইরের নেটে মারলেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি আদায়ের চেষ্টা করে ব্যর্থ হলেন। ৮৭ মিনিটে এডিনসন কাভানির বাঁক খাওয়ানো ফ্রিকিক পোস্টে লাগে। যখন মনে হচ্ছিল ম্যাচ গোলশূন্য ভাবেই শেষ হবে, তখনই হেডে গোল করেন গিমেনেজ।

মহম্মদ সালাহকে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রেখেছিল মিশর। তবে তা সত্ত্বেও লড়াই ছাড়েনি তারা।

Advertisement

আরও খবরঃ বিদেশির সঙ্গে বিছানায় যেও না, রুশ সুন্দরীদের সতর্কবার্তা

পরিসংখ্যান বলছে, ১৯৭০ বিশ্বকাপের পর এ বারই প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করল উরুগুয়ে। সে বার তারা হারিয়েছিল ইজরায়েলকে। মিশর এখনও পর্যন্ত মূলপর্বে জয়ের স্বাদ পায়নি। এ দিনও হারল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement