Cricket

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিঞ্চের নজির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাং কিংয়ে রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। স্পর্শ করলেন ৯০০ পয়েন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ১৮:৪৫
Share:

টি-টোয়েন্টিতে একনম্বর ব্যাটসম্যান এখন ফিঞ্চ। ছবি: এএফপি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইতিহাস সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনিই প্রথম ক্রিকেটার যিনি ৯০০ পয়েন্ট স্পর্শ করলেন এই ফরম্যাটে। হারারেতে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শেষে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগোলেন তিনি।

Advertisement

হারারেতে গত ৩ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ১৭২ করেছিলেন ফিঞ্চ। সেই ইনিংসের সময় ৯০০ পয়েন্টর মার্ক তিনি স্পর্শ করেছিলেন। এই প্রতিযোগিতা শুরুর সময় ৭৬৩ পয়েন্টে র‌্যাংকিংয়ের চারে ছিলেন তিনি। প্রতিযোগিতায় ৩৯১ রান করার সুবাদে ১২৮ পয়েন্ট সংগ্রহ হয়। ফলে, প্রতিযোগিতার শেষে ৩১ বছয় বয়সির পয়েন্ট দাঁড়ায় ৮৯১। এই ফরম্যাটে ব্যাটসম্যানের তালিকায় তিনিই শীর্ষে।

দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ফখর জামান। তিনে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। তিনি নয় ধাপএগিয়েছেন। কেরিয়ারে এটাই তাঁর সেরা র‌্যাংকিং। ভারতের রোহিত শর্মা রয়েছেন ১১ নম্বরে। বিরাট কোহলি রয়েছেন ১২ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জেতায় ভারত দল হিসেবে একধাপ উঠে থাকল দুইয়ে।

Advertisement

আরও পড়ুন: সৌরভের নেতৃত্বে খেলা ভারতের সেরা ওয়ান ডে একাদশে ঠাঁই পেলেন কারা

আরও পড়ুন: রো-হিট, হার্দিক যুগলবন্দিতে ইংল্যান্ড ‘বাপি বাড়ি যা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement