ঘরবন্দি না থেকে মাঠে নামুন: বিরাট

ভারতীয় অধিনায়ক নিজে যেমন ফিট থাকতে ভালবাসেন তেমনই তিনি চান সাধারণ মানুষ যেন খেলাধুলোকে রোজকার জীবনের একটা অঙ্গ করে তোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৪:১৪
Share:

তারকা: একটি অনুষ্ঠানে ফুটবল খেললেন কোহালি। ছবি: পিটিআই

ব্যাট হাতে নামলে যেমন তাঁর এক মাত্র লক্ষ্য থাকে দলকে জেতানো, তেমনই মাঠের বাইরেও একটা ‘মিশন’ রয়েছে তাঁর। সাধারণ মানুষকে ফিট থাকতে উৎসাহ দেওয়া। সেই উদ্দেশে এ বার তিনি নিজের নামে নতুন ব্র্যান্ডের খেলার পোশাক উদ্বোধন করলেন। তিনি— বিরাট কোহালি।

Advertisement

ভারতীয় অধিনায়ক নিজে যেমন ফিট থাকতে ভালবাসেন তেমনই তিনি চান সাধারণ মানুষ যেন খেলাধুলোকে রোজকার জীবনের একটা অঙ্গ করে তোলে। তাই নতুন পোশাক উদ্বোধন করে বিরাটের বার্তা, ‘বাড়ির বাইরে বেরিয়ে আসুন, খেলাধুলো করুন।’

বিরাট বলেছেন, ‘‘আমার জীবনে খেলাধুলোর খুব বড় ভূমিকা রয়েছে। আজ আমি যে জায়গায় আছি সেখানে পৌঁছতে খেলাধুলোই আমায় সাহায্য করেছে। এটা ঘটনা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে সাফল্যের পথে খেলাধুলোকে বাধা বলে মনে করেন। এটা পাল্টানো দরকার।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি, আরও শারীরিক ভাবে সক্রিয় জীবন বেছে নিন, খেলাধুলোর জন্য সময় দিন। খেলাধুলো কিন্তু খুব মজার। চাপ দূর করতেও সাহায্য করে। সুস্থ থাকতে সাহায্য করে।’’

Advertisement

আরও পড়ুন: শ্যুটিংয়ে এসে ইডেনের পিচ পরীক্ষা ধোনির

তাঁর নতুন পোশাকের ব্র্যান্ড ‘ওয়ানএইট’ নিয়ে কোহালি বলেন, ‘‘এই ব্র্যান্ডটা আমার খুব পছন্দের। এর মাধ্যমে আমি দেশের মানুষকে আহ্বান জানাতে চাই, বাড়ি থেকে বেরিয়ে আসুন, খেলাধুলো করুন। কারণ আমার মনে হয়, ফিট, তরতাজা থাকাটা আরও কর্মচঞ্চল জীবনের দিকে আমাদের নিয়ে যেতে সাহায্য করে।’’

পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে বিরাটের বার্তা, ‘‘এখন বাচ্চাদের মাঠে খেলাধুলোর থেকেও বেশি দেখি ভিডিও গেমসে মজে থাকতে। শারীরিক ভাব সক্রিয় থাকাটা কিন্তু খুব জরুরি। সারা দিন নয়, সোশ্যাল মিডিয়ার পিছনে একটা নির্দিষ্ট সময় খরচ করুন। এখন যেটা দেখা যায় না। আমিও আগে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দিতাম। এখন বুঝতে পারি সেটা সময় নষ্ট ছাড়া আর কিছু নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement