Indian Football

AFC Asian Cup: বৃষ্টির যুবভারতীতে জোড়া স্বস্তি! আনোয়ার, সুনীলের গোলে বিরতিতে ভারত এগিয়ে ২-০

প্রথমার্ধে এগিয়ে রয়েছে ভারত। খেলাতেও দাপট তাদেরই। গতিতে কিছুটা হলেও টেক্কা দিচ্ছে হংকং। তবে বল নিয়ন্ত্রণ থেকে পাসিং, সবেতেই এগিয়ে সুনীলরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২১:১৭
Share:

এগিয়ে সুনীলরা। ফাইল ছবি

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। মঙ্গলবার যুবভারতীতে হংকংয়ের বিরুদ্ধে কার্যত নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত। সেই ম্যাচে প্রথমার্ধে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় মিনিটেই গোল করেন আনোয়ার আলি। প্রথমার্ধ শেষের একটু আগে গোল করেন সুনীল ছেত্রী।

Advertisement

ছোট কর্নার নিয়েছিলেন রোশন নাওরেম। বল উড়ে আসে বক্সে। ভারতের কেউ হেড করতে পারেননি। জটলার মধ্যে থেকে হংকংয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। ফাঁকায় একটু জায়গা পেয়ে আচমকাই শট নেন আনোয়ার। বল জালে জড়াতেই উদ্বেল হয়ে ওঠে যুবভারতী।

পরে আরও কিছু আক্রমণ করে ভারত। এক বার সাহাল সামাদের বাঁ পায়ের জোরালো শট বারে লেগে ফেরে। ভারতও এক বার অল্পের জন্য গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায়। তবে প্রথমার্ধ শেষের একটু আগে গোল করেন সুনীল ছেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement