Cameroon

Africa Cup of Nations: নাটকীয় জয়ে তিনে ক্যামেরুন

ডার্বিতে জয় এসি মিলানের: অলিভিয়ের জিহুর জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ হারাল এসি মিলান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১৫
Share:

— ছবি সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনস

Advertisement

বুরকিনা ফাসো ৩ ক্যামেরুন ৩

(টাইব্রেকারে ক্যামেরুন ৫-৩ জয়ী)

Advertisement

অবিশ্বাস্য! ০-৩ পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়ে বুরকিনা ফাসোকে টাইব্রেকারে হারিয়ে চমক দিল ক্যামেরুন। শনিবার নিজেদের মাঠে আফ্রিকা কাপ অব নেশনসে রজার মিল্লার দেশ অভিযান শেষ করল তৃতীয় স্থান অর্জন করে।

৪৯ মিনিটের মধ্যে ৩-০ করে ফেলেছিল বুরকিনা ফাসো। দলের তিন গোলদাতা স্টিভ ইয়াগো (২৪ মিনিট), আন্দ্রে ওনানা (আত্মঘাতী, ৪৩ মিনিট) ও দিব্রিল কোয়াতারা (৪৯ মিনিট)। ম্যাচের ছবি পাল্টাতে শুরু করে ৭১ মিনিট থেকে। ১-৩ করেন স্টিভন বাহোকেন। ৩-৩ হয় ম্যাচের শেষ পাঁচ মিনিটে! দু’টি গোলই করেন ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ৯০ মিনিটের পরেই শুরু হয় টাইব্রেকার। পেনাল্টির যুদ্ধেও শেষ রক্ষা করতে ব্যর্থ বুরকিনা ফাসো।

ডার্বিতে জয় এসি মিলানের: অলিভিয়ের জিহুর জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ হারাল এসি মিলান। এই জয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের (২৩ ম্যাচে ৫৩) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এসি মিলান (২৪ ম্যাচে ৫২)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন