ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। — ফাইল চিত্র।
আগামী ২১ বছরের জন্য আইএসএলের নকশা ছকে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই নকশা পাঠিয়েও দেওয়া হয়েছে ১৪টি ক্লাবের কাছে। বুধবার এক সাক্ষাৎকারে সভাপতি কল্যাণ চৌবে দাবি করলেন, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানের মতো বিশ্বের সেরা লিগগুলির গঠনতন্ত্র থেকে উদ্বুদ্ধ হয়েই আইএসএলের নকশা করা হয়েছে।
আইএসএল এবং আই লিগের নতুন প্রশাসনিক কাঠামো অনুযায়ী, একটি করে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হবে। দু’টি লিগের প্রশাসন এবং পরিচালনা সামলাবে এই দুই কমিটি। দু’টিতেই বাণিজ্যিক সহযোগীর তিনটি করে আসন থাকবে।
সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে কল্যাণ বলেছেন, “আগামী ২১ বছরের পরিকল্পনা করা হয়েছে। কী ভাবে দুটো লিগের পরিচালনা, প্রশাসন, প্রচার এবং উন্নয়ন হবে তা এই দুটো কমিটি ঠিক করবে। আমরা বিশ্বের সেরা লিগগুলির থেকে শিক্ষা নিয়েছি এবং ভারতের শীর্ষ দুটো লিগে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি।”
ফেডারেশনের প্রস্তাবে, ২২ সদস্যের গভর্নিং কাউন্সিলে ফেডারেশনের সভাপতি প্রধান হিসাবে থাকবে। তারাই আইএসএলের সর্বোচ্চ ক্ষমতাবান কমিটি হবে। ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব থাকবে লিগের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা। তার প্রধান হবেন ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল। বছরে এক বার, লিগ শুরুর তিন মাস আগে এই দুই সংস্থা বৈঠকে বসে আর্থিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে।
কল্যাণ বলেছেন, “বিশ্বের সেরা লিগগুলো কী ভাবে চলে সেটা আমরা বিস্তারে খতিয়ে দেখেছি। ওদের কাঠামো অনুসরণ করে আমরা এ দেশের লিগের নীতি তৈরি করেছি।”
ফেডারেশন সভাপতি জানিয়েছেন, এএফসি-কে চিঠি লিখে এ বারের মতো তাদের বিশেষ ছাড় দিয়ে প্রতিযোগিতায় খেলার অনুরোধ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এএফসি-র হাতেই।