Al Nassr Beats FC Goa

রিয়াধে দুঃস্বপ্নের রাত গোয়ার! রোনাল্ডোহীন আল নাসেরের কাছে ৪ গোল খেয়ে হার ভারতের ক্লাবের

ঘরের মাঠে তা-ও কিছুটা প্রতিরোধ গড়েছিল এফসি গোয়া। কিন্তু আল নাসেরের ঘরের মাঠে দাঁড়াতেই পারল না তারা। দ্বিতীয় সারির দল নামিয়েও হাসতে হাসতে জিতল সৌদি আরবের ক্লাব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১০:২৫
Share:

গোয়ার বিরুদ্ধে জোয়াও ফেলিক্সের সাইডভলিতে গোলের সেই মুহূর্ত। ছবি: এক্স।

দুই ক্লাবের মানের কতটা তফাত তা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আল নাসের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে এফসি গোয়াকে ৪-০ গোলে হারাল তারা। প্রথম পর্বে ঘরের মাঠে তা-ও কিছুটা প্রতিরোধ গড়েছিল এফসি গোয়া। কিন্তু আল নাসেরের ঘরের মাঠে দাঁড়াতেই পারল না তারা। দ্বিতীয় সারির দল নামিয়েও হাসতে হাসতে জিতল সৌদি আরবের ক্লাব।

Advertisement

গোয়ায় খেলতে আসেননি রোনাল্ডো। ঘরের মাঠেও গোয়ার বিরুদ্ধে ১৮ জনের দলে ছিলেন না তিনি। সাদিও মানে, জোয়াও ফেলিক্সরা ছিলেন বেঞ্চে। তার পরেও জিততে সমস্যা হয়নি আল নাসেরের। রিয়াধের মাঠে ২০ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত রোনাল্ডোদের দল। কিন্তু ওয়েসলির শট একটুর জন্য বাইরে যায়।

মরিয়া ডিফেন্স করছিল গোয়া। ৩৫ মিনিটের মাথায় সেই ডিফেন্স ভেঙে প্রথম গোল করে আল নাসের। ফ্রি কিক থেকে গোল করেন আব্দুলরহমান ঘরিব। গোয়ার গোলরক্ষক হৃতিক তিওয়ারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। প্রথমার্ধে গোলের সংখ্যা বাড়াতে পারত আল নাসের। সুযোগ নষ্ট করেন আলি আলহাসান। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সৌদির ক্লাব।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়াতে মরিয়া ছিল আল নাসের। ৫৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আব্দুলরহমান। আলহাসানের পাস ধরে গোল করেন তিনি। ৬৩ মিনিটে সমতা ফেরাতে পারত গোয়া। অফসাইডের ফাঁদ কাটিয়ে ঢুকে পড়েছিলেন ডেজান দ্রাজিচ। কিন্তু গোল করতে পারেননি তিনি।

৬৫ মিনিটে আল নাসেরের হয়ে তৃতীয় গোল করেন মারান। শেষ দিকে পরিবর্ত হিসাবে নেমেও গোলের খাতায় নাম লেখানে ফেলিক্স। ৮৪ মিনিটে মানের ক্রস থেকে দুর্দান্ত সাইডভলিতে গোল করেন তিনি। ০-৪ গোলে হেরে মাঠ ছাড়ে গোয়া। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ডি-তে চারটি ম্যাচই হেরেছে গোয়া। পয়েন্ট তালিকায় সকলের নীচে তারা। ২৬ নভেম্বর ইরাকে আল জ়াওরার বিরুদ্ধে খেলা মানোলে মার্কেজ়ের দলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement