Cristiano Ronaldo

নিজে কোনও ভুল করেননি, তবু সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো, কেন?

আল নাসেরকে জেতানোর পরেই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তা-ও এমন বিষয়, যেটির জন্য তিনি নিজে কোনও ভাবেই দায়ী নন। রোনাল্ডোর এই আচরণের প্রশংসা করেছেন সমর্থকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।

আল নাসেরকে জেতানোর পরেই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তা-ও এমন বিষয়ে, যেটির জন্য তিনি নিজে কোনও ভাবেই দায়ী নন। রোনাল্ডোর এই আচরণের প্রশংসা করেছেন সমর্থকেরা। খেলার প্রতি তিনি কতটা দায়বদ্ধ সেটাও তুলে ধরেছেন।

Advertisement

সৌদি প্রো লিগে মঙ্গলবার আল নাসের বনাম আল ওয়েহদার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রাত ৯.৩০ থেকে। কিন্তু ট্র্যাফিক জ্যামে ফেঁসে যায় রোনাল্ডোদের বাস। কিক-অফের সময় পেরিয়ে যাওয়ার ৯ মিনিট পরে রোনাল্ডোরা মাঠে পৌঁছন। বাধ্য হয়ে খেলা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়। রাত ১০.৩০টা থেকে শুরু হয় ম্যাচ। রোনাল্ডোরা জিতেছেন ২-০ গোলে। শুধু তা-ই নয়, নিজে পেনাল্টি না নিয়ে তা সতীর্থ সাদিয়ো মানেকে ছেড়ে দিয়ে প্রশংসিত হয়েছেন রোনাল্ডো।

ম্যাচের পর তিনি বলেছেন, “কঠিন ম্যাচ খেললাম। প্রথমার্ধটা খুবই কঠিন ছিল। কারণ ট্র্যাফিক জ্যাম এবং রাস্তা বন্ধ থাকার জন্য তিন ঘণ্টা বাসযাত্রা করে আসতে হয়েছে আমাদের। ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য গোটা আল নাসের দলের তরফে আমি ক্ষমা চাইছি। এটা আর হওয়া উচিত নয়।”

Advertisement

রোনাল্ডো জানিয়েছেন, ভবিষ্যতের ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাঁদের কাছে। বিশেষত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, যেখানে আগামী সোমবার তাঁরা খেলবেন ইরানের এস্তেঘলালের বিপক্ষে। রোনাল্ডোর কথায়, “ম্যাচ ধরে ধরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আমাদের। পর পর জিততে হবে। দেখা যাক আগামী দিনে কী হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement