Mbappe-Martinez

বিশ্বকাপ ফাইনালের পরে হতাশ এমবাপেকে ফিসফিস করে কী বলেছিলেন? জানালেন বিতর্কিত মার্তিনেস

বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পরে হতাশ কিলিয়ান এমবাপের কানে কানে কী বলেছিলেন এমিলিয়ানো মার্তিনেস? সে কথা নিজেই জানিয়েছেন লিয়োনেল মেসিদের দলের গোলরক্ষক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১১:৪৬
Share:

বিশ্বকাপ হেরে হতাশ হয়ে বসেছিলেন কিলিয়ান এমবাপে। তাঁর কাছে গিয়ে কিছু বলেছিলেন এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র

বিশ্বকাপের ফাইনাল শেষে দেখা গিয়েছিল মাঠের মধ্যে হতাশ হয়ে বসে আছেন কিলিয়ান এমপাবে। হ্যাটট্রিক করার পরেও যে দল পরাজিত, সেটা হজম করতে হয়তো সমস্যা হচ্ছিল তাঁর। ঠিক সেই সময় দেখা যায়, তাঁর কাছে এসে কানে কানে কিছু একটা বলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কী বলেছিলেন লিয়োনেল মেসিদের দলের বিতর্কিত গোলরক্ষক? এত দিন পরে সে কথা জানালেন তিনি নিজেই।

Advertisement

একটি সাক্ষাৎকারে মার্তিনেস বলেছেন, ‘‘আমি ওকে বলেছিলাম হতাশ না হয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়তে। কারণ, ও বিশ্বকাপ ফাইনালে যা খেলেছিল তাতে ওর গর্বিত হওয়া উচিত ছিল। চার বার আমাকে পরাস্ত করেছিল এমবাপে। উল্টে আমারই লজ্জিত হওয়া উচিত ছিল। ওর নয়। সেটাই ওকে বলেছিলাম।’’

বিশ্বকাপ জেতার পরে এমবাপেকে নিয়ে সাজঘরে মস্করা করতে দেখা গিয়েছিল মার্তিনেসকে। সতীর্থদের সঙ্গে উল্লাস করার সময় হঠাৎ সবাইকে এমবাপের জন্য ১ মিনিট নীরবতা পালন করতে বলেছিলেন মার্তিনেস। পরে দেশে ফিরে উল্লাস করার সময় ফরাসি তারকার মুখ বসানো পুতুল দেখা গিয়েছিল মার্তিনেসের হাতে। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল।

Advertisement

তিনি এমবাপেকে নিয়ে মস্করা করতে চাননি বলেই সাক্ষাৎকারে জানিয়েছেন মার্তিনেস। মেসিদের দলের গোলরক্ষক বলেছেন, ‘‘আমি পুতুলটা ২ মিনিট ধরেছিলাম। তার পর ফেলে দিয়েছিলাম। আমি কী ভাবে এমবাপেকে নিয়ে মস্করা করব? ও আমাকে চার বার পরাস্ত করেছিল। এমবাপেকে আমি খুব সম্মান করি।’’

যদিও সেই সময় মার্তিনেসকে নিয়ে কিছু বলতে চাননি এমবাপে। বিশ্বকাপ শেষে দেশে ফিরে এমবাপে বলেছিলেন, ‘‘আমি এই ধরনের বিষয়ে নিজের শক্তি নষ্ট করতে চাই না। দেশের হয়ে নিজের সেরাটা দিয়েছি। এ বার ক্লাবের হয়েও সেটা করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন