EPL 2025-26

ইপিএলে জয়ের দৌড় অব্যাহত আর্সেনালের, খেতাবের দিকে আরও এগোল আর্তেতার দল, দ্বিতীয় স্থানে উঠে এল অ্যাস্টন ভিলা

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় লিড আরও বাড়িয়ে নিল আর্সেনাল। পিছিয়ে পড়েও তারা হারাল বোর্নমাউথকে। শনিবার জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৭
Share:

শনিবার জয়ের পর লিভারপুলের ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও এক ধাপ এগোল আর্সেনাল। শনিবার বোর্নমাউথকে হারাল মিকেল আর্তেতার দল। ২০ ম্যাচের পর আর্সেনালের পয়েন্ট হল ৪৮। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।

Advertisement

বোর্নমাউথের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিল আর্সেনাল। ম্যাচের ১০ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আর্সেনালকে। ১৬ মিনিটের মাথায় সমতা ফেরান গ্যাব্রিয়েল মাগালহেস। সমতা ফেরানোর পর ক্রমশ বাড়তে থাকে আর্তেতার দলের দাপট। যদিও প্রথমার্ধে আর গোল করতে পারেননি তারা।

দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যেই অবশ্য এগিয়ে যায় আর্সেনাল। ৫৪ মিনিটে আর্তেতার দলের হয়ে গোল করেন ডেকলান রাইস। তিনিই ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। দু’গোলে পিছিয়ে পড়ার পরও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে যাননি বোর্নমাউথের ফুটবলারেরা। তার সুফল তাঁরা পান ৭৬ মিনিটে। গোল করে ব্যবধান কমান এলি জুনিয়র ক্রোপি। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন আর্সেনালের ফুটবলারেরা।

Advertisement

অন্য দিকে, জয় পেয়েছে দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাস্টন ভিলাও। তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। শনিবারের পর তাদের পয়েন্ট ২০ ম্যাচে ৪২। তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ১৯ ম্যাচে আর্লিং হালান্ডদের পয়েন্ট ৪১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement