Copa Del Rey

দু’গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বার্সা, আতলেতিকোর বিরুদ্ধে ৮ গোলের ম্যাচ ড্র

কোপা দেল রে-র সেমিফাইনালে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছে। দু’গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি বার্সা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০০
Share:

বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

৯০ মিনিট ধরে টান টান ম্যাচ। সংযুক্তি সময়ে গোল করে ড্র করল আতলেতিকো মাদ্রিদ। দু’গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বার্সেলোনা। কোপা দেল রে-র সেমিফাইনালে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছে।

Advertisement

বার্সার ঘরের মাঠে শুরু থেকে খেলেননি রবার্ট লেয়নডস্কি। বদলে ফেরান টরেসকে মাঠে নামান বার্সার কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের শুরুতেই চমক আতলেতিকোর। ১ মিনিটের মাথায় আঁতোয়া গ্রিজ়ম্যানের ক্রস কাজে লাগিয়ে গোল করেন ইউলিয়ান আলভারেস। ৬ মিনিটের মাথায় উল্টো ছবি। জুলস কুন্ডের ভুল কাজে লাগিয়ে আলভারেস বল দেন গ্রিজ়ম্যানকে। ফরাসি স্ট্রাইকার গোল করতে ভুল করেননি। ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো।

জোড়া ধাক্কার পরে খেলায় ফেরে বার্সা। প্রথমার্ধের বাকি সময় তাদের দাপট। একের পর এক আক্রমণ তুলে আনে তারা। ২১ মিনিটের মাথায় কুন্ডের ক্রস থেকে গোল করেন পেদ্রি। দু’মিনিট পর কর্নার থেকে গোল করেন পাও কুবার্সি। বিরতির আগে ইনিগো মার্তিনেস বার্সাকে এগিয়ে দেন।

Advertisement

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লেয়নডস্কি। গোলও করেন তিনি। ৭৪ মিনিটের মাথায় লামিন ইয়ামালের পাস থেকে বার্সার চার নম্বর গোল করেন তিনি। দেখে মনে হচ্ছিল, ঘরের মাঠে জিতে যাবে তারা। কিন্তু হাল ছাড়েনি আতলেতিকো। দিয়েগো সিমিয়োনের দল আক্রমণ ছাড়েনি। তার ফলও পায় তারা। ৮৪ মিনিটের মাথায় গোল করেন পরিবর্ত হিসাবে নামা মার্কোস লরেন্তে। সংযুক্তি সময়ে আতলেতিকোর হয়ে চার নম্বর গোল করেন আলেকজ়ান্ডার সরলথ। গত ডিসেম্বরে লা লিগায় বার্সার ঘরের মাঠে তিনিই আতলেতিকোর হয়ে জয়সূচক গোল করেছিলেন। এই ম্যাচেও তিনিই দলকে বাঁচালেন।

এই দুই দলের মধ্যে কারা কোপা দেল রে-র ফাইনালে উঠবে তার ফয়সালা হবে ৩ এপ্রিল। ফিরতি ম্যাচে খেলা হবে আতলেতিকোর ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচ ড্র করায় কিছুটা সুবিধা হয়েছে আতলেতিকোর। তবে বার্সাও হাল ছাড়ছে না। কোপা দেল রে-র অপর সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়াদাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement