উৎসব: বায়ার্নের প্রথম গোলের পরে হ্যারি কেন। ছবি: রয়টার্স।
হ্যারি কেনের জোড়া গোলে দশ জনে খেলেও চ্যাম্পিয়ন্স লিগে জিতল বায়ার্ন মিউনিখ। আলিয়ান্জ এরিনায় বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁজে লুয়াজকে ২-০ হারিয়ে তারা শেষ ষোলোয় পৌঁছেছে। গত তিনটি ম্যাচে গোল না পাওয়া হ্যারিই এ দিন দলের উদ্ধারকর্তা হয়ে দাঁড়ান। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দু’টি গোল করেন। ইংল্যান্ডের অধিনায়ক হ্যাটট্রিকও পেয়ে যেতেন, যদি না তাঁর পেনাল্টি পোস্টে লেগে ফিরে আসত।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে টেবলের দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। তাদের এখন সাত ম্যাচ থেকে ১৮ পয়েন্ট। শীর্ষে আর্সেনাল। তাদের সংগ্রহ সাত ম্যাচে ২১ পয়েন্ট। রিয়াল রয়েছে তিনে, সাত ম্যাচে ১৫ পয়েন্ট। লিভারপুল সমসংখ্যক পয়েন্ট নিয়ে চার নম্বরে। বুধবার রাতে তারা ৩-০ হারিয়েছে মার্সেইকে। বিতর্কের কেন্দ্রে থাকা মহম্মদ সালাহ প্রথম একাদশে ফিরে ম্যানেজার আর্নে স্লটের প্রশংসা কুড়িয়ে নিলেন। যদিও সালাহ গোল পাননি। লিভারপুলের হয়ে গোল করেন সোবোজ়লাই, রুলি ও গাকপো। চেলসি ১-০ হারিয়েছে সাইপ্রাসের ক্লাব পাফোসকে। গোল করেন কাইসেদো।
বার্সেলোনা ৪-২ হারিয়েছে স্লাভিয়া প্রাগকে। ফার্মিন লোপেস দু’টি গোল করেন, অন্য দুই গোলদাতা দানি অলমো ও রবার্ট লেয়নডস্কি। কিন্তু জিতেও কোচ হ্যান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ কারণ চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছে পেদ্রিকে। ‘‘নির্দিষ্ট করে জানি না কী চোট। তবে হ্যামস্ট্রিংয়ে লেগেছে বলেই মনে হচ্ছে। জানি না কত দিন বাইরে থাকতে হবে,’’ বলেছেন উদ্বিগ্ন ফ্লিক। জুভেন্টাস ২-০ হারায় বেনফিকাকে, নিউ ক্যাসল ৩-০ হারিয়েছে পিএসভি আইন্দহোভেনকে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে