রোনাল্ডোর বাজারদর বেড়েই চলেছে। ছবি: সমাজমাধ্যম।
বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে। কিন্তু মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও যেন কুড়ির টগবগে তরুণ। নিয়মিত গোল করে চলেছেন। দলকে জেতাচ্ছেন। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর ‘ব্র্যান্ড’-এর বাজারদরও।
সম্প্রতি স্পেনের একটি সংবাদমাধ্যমে রোনাল্ডো ব্র্যান্ডের বাজারদর প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, তার অঙ্ক ৭৭২৫ কোটি টাকা। মূলত ছ’টি বিভাগ থেকে উপার্জন করেন রোনাল্ডো। তার মধ্যে রয়েছে ফুটবলার, গণমাধ্যম, সমাজমাধ্যম, কীর্তি, সমাজমাধ্যমে প্রভাব ইত্যাদি বিভাগ। অথচ ২০১১ সালে এই রোনাল্ডোরই বাজারদর ছিল ২২৩ কোটি টাকা। ২০২০-র পর থেকে বাজারদর বেড়েছে ৩২৫ শতাংশ।
একটি ওয়েবসাইটের দাবি, সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলে রোনাল্ডো প্রতি বছর প্রায় ১৮১৮ কোটি টাকা রোজগার করেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার হয়ে বিজ্ঞাপন করে তাঁর বছর আয় আনুমানিক ১৩৬৩ কোটি টাকা। সমাজমাধ্যমে রোনাল্ডোকেই বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ‘ফলো’ করেন। সেই সংখ্যাটা ১০০ কোটিরও বেশি।
এ ছাড়াও জানানো হয়েছে, রোনাল্ডোকে নিয়ে প্রতি বছর গোটা বিশ্বে অন্তত দু’কোটি ২৩ লক্ষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতি বছর গুগ্ল-এ রোনাল্ডোর নাম লিখে সার্চ করেন অন্তত ১৯ কোটি মানুষ। একটি ই-কমার্স ওয়েবসাইটে অন্তত ৪০০০টি বইয়ে রোনাল্ডোর নামের উল্লেখ রয়েছে। তাঁকে নিয়ে ৬৩ হাজার বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন লেখা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রোনাল্ডোর ৪০তম জন্মদিন ছিল। তার আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা।”