FIFA Womens World Cup

মেয়েদের বিশ্বকাপে ব্রাজিলের চার গোল, হার আর্জেন্টিনার, ছ’গোল দিল জার্মানি

মেয়েদের বিশ্বকাপে একই দিনে খেলতে নেমেছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হারলেও ব্রাজিল চার গোল দিল। হাফ ডজন গোল জার্মানিরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৯:৫৬
Share:

গোলের পর উল্লাস ব্রাজিলের বোর্জেসের। ছবি: রয়টার্স।

মেয়েদের বিশ্বকাপে একই দিনে খেলতে নেমেছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। লিয়োনেল মেসির দেশের মেয়েরা প্রথম ম্যাচেই ১-০ গোলে হেরে গেলেন ইটালির কাছে। তবে ব্রাজিল জিতল বড় ব্যবধানে। অ্যারি বোর্জেসের হ্যাটট্রিকের সৌজন্যে প্রথম বার বিশ্বকাপ খেলতে নামা পানামাকে ৪-০ হারাল ব্রাজিল। অন্য দিকে, জার্মানি ৬-০ উড়িয়ে দিয়েছে মরক্কোকে।

Advertisement

অকল্যান্ডে আর্জেন্টিনাকে হারতে হয়েছে ম্যাচের শেষ দিকে হওয়া গোলে। ৮৭ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানা গিরেল্লি। প্রথমার্ধে দু’বার আর্জেন্টিনার জালে বল জড়ালেও ইটালির দু’টি গোলই বাতিল হয় অফসাইডের কারণে। মহিলাদের বিশ্বকাপে অতীতে কোনও দিন প্রথম ম্যাচে হারেনি ইটালি। কিন্তু এ বার আর্জেন্টিনার বিরুদ্ধে প্রবল প্রতিরোধের মুখে পড়ে তারা। আর্জেন্টিনা কোনও দিন মেয়েদের বিশ্বকাপে ম্যাচ জেতেনি। কিন্তু এ বার মেসিদের বিশ্বজয় দেখে অনুপ্রাণিত তারা। ১২ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। তবে তাতেও হার আটকানো যায়নি।

তবে ব্রাজিলকে কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি। অ্যাডিলেডে প্রথমার্ধেই দু’টি গোল করেন বোর্জেস। তৃতীয় গোলটি করেন ৭০ মিনিটে। খেলার শেষ গোলটি করেন বিয়া জানেরাত্তো। ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা মাঠে নামেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। এ বার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন তিনি। গোল করলে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রথম ফুটবলার হিসাবে ছ’টি বিশ্বকাপে গোল করবেন তিনি। এখন প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মার্তাই (১৭)।

Advertisement

ছেলেদের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনাল খেলে ফেললেও মেয়েদের বিশ্বকাপে প্রথম ম্যাচেই বড় হার মরক্কোর। তিন বারের বিশ্বজয়ী জার্মানির কাছে খড়কুটোর মতো উড়ে গেল তারা। প্রথমার্ধে দুটি গোল করেন আলেকজান্দ্রা পপ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল ক্লারা বুহলের। ষষ্ঠ গোল লিয়া শুলারের। মাঝে দু’টি আত্মঘাতী গোল করেন মরক্কোর হানানে এল হজ এবং ইয়াসমিন রাবেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন