Mohun Bagan

লিগ-শিল্ডে এক পা, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়তে চান বাগান অধিনায়ক শুভাশিস

টানা দ্বিতীয় বার আইএসএলের লিগশিল্ড জয়ের কাছে পৌঁছেছে মোহনবাগান। তাদের বাকি আর চার ম্যাচ। সেই চারটি ম্যাচই জিততে চান মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২
Share:

মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। চলতি মরসুমে ভাল ফর্মে রয়েছেন তিনি। ছবি: আইএসএল।

প্রথম দল হিসাবে আইএসএলের চলতি মরসুমের প্লে-অফে উঠেছে মোহনবাগান। টানা দ্বিতীয় বার আইএসএলের লিগশিল্ড জয়ের কাছে পৌঁছেছে মোহনবাগান। তাদের বাকি আর চার ম্যাচ। আর সাত পয়েন্ট পেলেই প্রথম দল হিসাবে পর পর দু’বার লিগশিল্ড জেতার রেকর্ড গড়বে বাগান। কিন্তু সাত নয়, সেই চারটি ম্যাচই জিতে ১২ পয়েন্ট চান মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু।

Advertisement

বুধবার যুবভারতীতে পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে উঠেছে মোহনবাগান। দল ভাল জায়গায় থাকলেও কোনও ম্যাচ হালকা ভাবে নিতে চান না শুভাশিস। আইএসএলের ওয়েবসাইটকে তিনি বলেন, “আমরা অঙ্কের হিসেব নিয়ে বেশি আগ্রহী নই। বাকি চার ম্যাচের প্রতিটিতে তিন পয়েন্ট করে পেতে চাই। পুরো ১২ পয়েন্ট নিয়েই লিগশিল্ড জিততে চাই আমরা। যত ক্ষণ না শিল্ড জেতা হচ্ছে, তত ক্ষণ কিছু বলব না।”

প্রথমার্ধে বাগানকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি পঞ্জাব। যে ভাবে দ্বিতীয়ার্ধে জেমি ম্যাকলারেন গোল করেছেন তার প্রশংসা করেছেন শুভাশিস। বাগান অধিনায়ক বলেন, “প্রথমার্ধে খুব রক্ষণাত্মক ফুটবল খেলেছিল ওরা। পাঁচ জন মিলে ডিফেন্ড করছিল। তাই আমাদের গোল পেতে সমস্যা হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রথম গোলটা পাওয়ার পর ম্যাচ ওপেন হয়ে যায়। স্ট্রাইকারদের কাজই গোল করা। আমি চাই ম্যাকলারেন আমার দ্বিগুণ গোল করুক। আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হোক।”

Advertisement

গত দুই ম্যাচে মোহনবাগান রক্ষণে তাদের দুই বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে পায়নি। তাদের অভাব ঢাকতে নামাতে হয়েছে দীপেন্দু বিশ্বাসকে। সেই দীপেন্দুর প্রশংসায় পঞ্চমুখ শুভাশিস। এত অল্প বয়সে তিনি যা খেলেছেন তা দেখে অবাক হচ্ছেন তিনি। শুভাশিস বলেন, “দীপেন্দু এখন যথেষ্ট পরিণত হয়ে গিয়েছে। ওর সেরাটা দিচ্ছে মাঠে। প্রতি ম্যাচে উন্নতির চেষ্টা করছে। পঞ্জাবের বিরুদ্ধেও খুব ভাল খেলেছে। দলকে ক্লিন শিট বজায় রাখতে যেমন সাহায্য করেছে, তেমনই অ্যাসিস্টও করেছে। ওর পারফরম্যান্সে আমি খুশি।”

আগামী ১৫ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা রয়েছে মোহনবাগানের। তার আগে ১০ দিন সময় রয়েছে। এতে ছন্দপতন নয়, উল্টে তাঁদের আরও সুবিধা হবে বলে স্বীকার করে নিয়েছেন শুভাশিস। তিনি বলেন, “বিরতিতে খেলোয়াড়রা তরতাজা হয়ে উঠতে পারবে। আমরা দশ দিনে চারটে ম্যাচ খেলেছি। তাই আমাদের বিশ্রামের দরকার। চোটমুক্ত হয়ে মাঠে নামতে পারবে সবাই। বেঞ্চ আরও বেশি শক্তিশালী হবে। দলের শক্তিও বাড়বে।” এক মরসুমে ক্লিন শিটের নজিরও গড়তে চান শুভাশিস। তিনি বলেন, “গত বছর ১৩টা ক্লিনশিট ছিল আমাদের। এ বার ১২টা হয়ে গেল। এ বার নতুন রেকর্ড গড়াই লক্ষ্য আমাদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement