East Bengal in CFL 2025

১ পয়েন্ট পেলেই আবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, লড়াইয়ে নেই ডায়মন্ড হারবার, শেষ ম্যাচের আগে অঙ্ক কী?

এ বারের কলকাতা লিগে চ্যাম্পিয়ন কারা, সোমবার ফয়সালা হয়ে যাবে। একই সঙ্গে খেলতে নামবে ছয় দল। সবচেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল। তাদের সামনে অঙ্ক কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩
Share:

আবার কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। ছবি: সমাজমাধ্যম।

দু’দিনের ব্যবধানে দু’বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। শনিবার ইস্টবেঙ্গলকে কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। সোমবার কলকাতা লিগের চলতি মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে লাল-হলুদের সামনে। শেষে ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।

Advertisement

সোমবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নামবে ছয় দল। এখনও পর্যন্ত পয়েন্ট সবচেয়ে বেশি ইস্টবেঙ্গলের। দু’ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। দু’ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড এসসি। ডায়মন্ড হারবার ও ইউনাইটেড কলকাতা দু’ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। সুরুচি সংঘের পয়েন্ট দু’ম্যাচ খেলে ১। সমসংখ্যক ম্যাচ খেলে শূন্য পয়েন্টে ক্যালকাটা কাস্টমস।

কলকাতা লিগ জেতার দৌড় থেকে আগেই বেরিয়ে গিয়েছে সুরুচি ও কাস্টমস। কোনও ভাবেই ৬ পয়েন্টে পৌঁছতে পারবে না তারা। ইউনাইটেড কলকাতা ও ডায়মন্ড হারবার অবশ্য তাদের শেষ ম্যাচ জিতলে দু’দলেরই পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট হবে তাদের। কিন্তু তার পরেও তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। কারণ, ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড এসসি ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, দু’দলের কেউ ডায়মন্ড হারবার ও ইউনাইটেড কলকাতার উপরে শেষ করবে না।

Advertisement

সোমবার শেষ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও ইউনাইটেড এসসি। অর্থাৎ, পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুই দল। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৯। যদি তারা ড্র করে তা হলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৭। দু’টি ক্ষেত্রেই তারা চ্যাম্পিয়ন। কিন্তু যদি ইস্টবেঙ্গল হারে তা হলে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগ জিতে যাবে ইউনাইটেড এসসি।

চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলও দলের মনঃসংযোগে যাতে চিড় না ধরে সে ব্যাপারে সতর্ক ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। আপাতত কোনও চোট সমস্যা নেই দলে। গত দুই ম্যাচে ফুটবলারেরা যা দাপট দেখিয়েছেন সেটাই বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন বিনোর কথায়, “ফুটবলারেরা এই ম্যাচের গুরুত্বের কথা জানে। দর্শকদের আবেগ সম্পর্কেও ওয়াকিবহাল ওরা। ক্লাবের মাঠে খেলা। ফলে সমর্থকদের সামনে লিগ জয়ের আনন্দ করতে চায় ওরা।”

তিনি যে ইউনাইটেডকে হালকা ভাবে নিচ্ছেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন বিনো। লাল-হলুদ কোচ বলেন, “আমি আগেও বলেছি কলকাতা লিগের প্রতিটা দল শক্তিশালী। প্রতিটা ম্যাচ কঠিন। ইউনাইটেড স্পোর্টসের খেলা আমি দেখেছি। ওরা খুব ভাল দল। ওরাও জেতার চেষ্টা করবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ড্র করলে খেতাব নিশ্চিত। তবে আমরা জয়ের জন্যই ঝাঁপাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement