হতাশ অ্যাঙ্খেল ডি মারিয়া। ছবি: এক্স (টুইটার)।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠল চেলসি এবং পামেইরাস। ১০ জনের বেনফিকাকে ৪-১ গোলে হারাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। অন্য দিকে, ব্রাজিলের ক্লাবটি ১০ জনে খেলেও হারাল ইটালির বোটাফোগোকে।
শনিবার চেলসি-বেনফিকা ম্যাচ চলল সাড়ে ৪ ঘণ্টার বেশি সময় ধরে। সাধারণত একটি ফুটবল ম্যাচ শেষ হতে সময় লাগে ঘণ্টা দুয়েক। খেলা অতিরিক্ত সময় এবং টাইব্রেকার পর্যন্ত গড়ালে আরও ৪৫-৫০ মিনিট বেশি সময় লাগে। সব মিলিয়ে ঘণ্টা তিনেকের মধ্যেই শেষ হয় খেলা। চেলসি-বেনফিকা ম্যাচ টাইব্রেকার পর্যন্ত না গড়ালেও শেষ হতে লেগে গেল প্রায় সাড়ে ৪ ঘণ্টা। আমেরিকার শার্লটে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ২ ঘণ্টা খেলা স্থগিত রাখতে বাধ্য হন রেফারি।
বেনফিকার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন অ্যাঙ্খেল ডি মারিয়া। পেনাল্টি থেকে গোল করেও দলকে জেতাতে পারলেন না আর্জেন্টিনার তারকা। ৬৪ মিনিটে রিসি জেমসের গোলে এগিয়ে যায় চেলসি। খেলার ৮৬ মিনিটে ঝড় এবং বজ্রপাতের কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর আবার খেলা শুরু হয় প্রায় ২ ঘণ্টা পর। খেলা শুরু হওয়ার পর ৯২ মিনিটে লাল কার্ড দেখেন বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ১০ জনের বেনফিকার বিদায় তখন নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ৯৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগালের ক্লাবটি। গোল করে সমতা ফেরান ডি মারিয়া। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দু’দলের সমানে সমানে লড়াই হলেও দ্বিতীয়ার্ধে চেলসির সামনে দাঁড়াতে পারেনি ১০ জনের বেনফিকা। ১০৮, ১১৪ এবং ১১৭ মিনিটে পর পর চেলসির হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেড্রো নেতো এবং কিয়ারনান ডেয়োসবারি। তাতেই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
অন্য দিকে, বোটাফোগো এবং পামেইরাসের খেলাও নির্ধারিত সময় শেষ হয় গোল শূন্য অবস্থায়। অতিরিক্ত সময়ের গোলে জয় পায় ব্রাজিলের ক্লাবটি। ১০০ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন পাউলিনহো। ১১৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পামেইরাসের গুস্তাভো গোমেজ। তাতে অবশ্য ম্যাচের ফল প্রভাবিত হয়নি। শেষ আটের লড়াইয়ে পামেইরাসের প্রতিপক্ষ চেলসি।