Igor Stimac

Igor Stimac: সুনীলকে ছাড়া বাঁচতে শেখো, বার্তা ইগরের

ব্রেন্ডন ফার্নান্দেসের সেন্টার থেকে নিখুঁত হেডে ৫৯ মিনিটে ২-০ করেন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০৭:১২
Share:

ফাইল চিত্র।

কাম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করেছে ভারত। জোড়া গোল করে জয়ের নায়ক সেই সুনীল ছেত্রী। কিন্তু ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ উচ্ছ্বসিত নন। বুধবার রাতে ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে কিছুটা হতাশার সঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, কেন সুনীলকেই বারবার গোল করে দলকে জেতাতে হবে? খোলাখুলি বলে দেন, সুনীলকে ছাড়া খেলা ও গোল করা শিখতে হবে দলের বাকিদের।

Advertisement

কাম্বোডিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে ১৪ মিনিটে প্রথম গোল করেন সুনীল। ব্রেন্ডন ফার্নান্দেসের সেন্টার থেকে নিখুঁত হেডে ৫৯ মিনিটে ২-০ করেন ভারত অধিনায়ক। এই গোলের নয় মিনিট পরেই সুনীলকে তুলে আশিক কুরুনিয়নকে নামিয়েছিলেন ইগর। কোচের এই সিদ্ধান্তে সমর্থকদের অনেকেই হতাশ হন। তাঁদের মতে, ইগরের জন্যই সুনীলের হ্যাটট্রিক দেখার আশা অপূর্ণ থেকে গিয়েছিল বুধবারের যুবভারতীতে। ম্যাচের পরে সুনীলকে তুলে নেওয়া নিয়ে ভারতীয় দলের কোচ ব্যাখ্যা দেন, ‘‘সুনীল একটা হলুদ হলুদ কার্ড দেখে ফেলেছিল। তা ছাড়া আমি চাই দলের বাকিদেরও শিখতে হবে ওকে ছাড়া খেলতে। আমি চাই উদান্ত সিংহ, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সাহাল আব্দুল সামাদরাও গোল করা শুরু করুক। কিন্তু গোল করল সেই সুনীলই।’’ আরও বলেছেন, ‘‘লিস্টনদের গোল করা শুরু করতেই হবে। সুনীলকে ছাড়া খেলাও অভ্যেস করতে হবে।’’

ইগরের মতে কাম্বোডিয়ার বিরুদ্ধে অন্তত ৪-০ গোলে জেতা উচিত ছিল ভারতের। বলেছেন, ‘‘আমদের ৪-০ গোলে জেতা উচিত ছিল। চার-পাঁচটি ভাল সুযোগও পেয়েছিলাম। এর মধ্যে আরও দু’টো গোল হলে ভাল হত। তবে ছেলেরা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারেনি।’’ যোগ করেছেন, ‘‘সুনীলের পাশাপাশি দুর্দান্ত খেলা ব্রেন্ডনকে তুলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। মনে রাখতে হবে, আমাদের আরও দুটো ম্যাচ বাকি রয়েছে। তাই ফুটবলারদের সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।’’

Advertisement

ভারতের পরের ম্যাচ কাল, শনিবার আফগানিস্থানের বিরুদ্ধে। ইগর অবশ্য বুধবার রাতে টিম হোটেলে ফিরেই প্রস্তুতি শুরু করে দেন। জানা গিয়েছে, সারা রাত তিনি ঘুমোননি। ব্যস্ত ছিলেন আফগান ম্যাচের রণনীতি তৈরিতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement