la liga

La Liga: সংক্রমণে জেরবার লা লিগাও

এ দিকে, সপ্তাহান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও কিছু ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লিগ পরিচালন সমিতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ০৮:২০
Share:

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণে জেরবার ইউরোপের ফুটবল মহল। সংক্রমণ ছড়িয়েছে লা লিগাতেও। জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদের চার ফুটবলার ও এক টেকনিক্যাল সহকারী সংক্রমিত হয়েছেন।

Advertisement

করোনা আক্রান্ত হলেন রোমেলু লুকাকু-সহ চেলসির প্রথম সারির বেশ কয়েক জন ফুটবলার। জানা গিয়েছে থোমাস টুহলের দলের চার ফুটবলার মারণ ভাইরাসে সংক্রমিত। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা ছিল এভার্টনের বিরুদ্ধে। স্ট্যামফোর্ড ব্রিজের নিকটবর্তী হোটেলে আসার পরে চেলসি দলের প্রথম একাদশের ফুটবলারদের করোনা পরীক্ষা হয়। ধরা পড়ে লুকাকু, ক্যালাম হাডসন-ওডোই, টিমো ওয়ের্নার এবং আহত বেন চিলওয়েল আক্রান্ত। ফলে এই চার জনকে বাদ দিয়েই এভার্টনের বিরুদ্ধে খেলতে নামে চেলসি দল। আশঙ্কা করা হচ্ছে কাই হাভার্ৎজের দেহেও সংক্রমণ রয়েছে। তবে তাঁর মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট এখনও হাতে আসেনি। এদের বাদ দিয়েই তাই এভার্টনের বিরুদ্ধে মাঠে নামে চেলসি।

এ দিকে, সপ্তাহান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও কিছু ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লিগ পরিচালন সমিতি। কারণটা অবশ্যই সেই করোনা সংক্রমণ। সপ্তাহান্তের সেই চার ম্যাচ হল শনিবারের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ব্রাইটন ম্যাচ, বৃহস্পতিবারের টটেনহ্যাম বনাম লেস্টার সিটি ম্যাচ। বাকি ম্যাচগুলো হল সাউদাম্পটন বনাম বেন্টফোর্ড, ওয়াটফোর্ড বনাম ক্রিস্টাল প্যালেস, ওয়েস্টহ্যাম বনাম নরউইচ সিটি এবং এভার্টন বনাম লেস্টার সিটি। এ ছাড়াও লিভারপুলের ফুটবলার ফাবিনহো, কার্টিস জোন্স, ভার্জিল ফান ডাইকের দেহেও সংক্রমণ রয়েছে এমনই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন