(বাঁ দিকে) লিয়োনেল মেসি এবং ডেভিড বেকহ্যাম (ডান দিকে)। এমএলএস কাপ জয়ের পর। ছবি: এক্স।
লিয়োনেল মেসির অবসরজীবন নিয়ে জল্পনা উস্কে দিলেন ডেভিড বেকহ্যাম। রবিবার ইন্টার মায়ামি এমএলএস কাপ জয়ের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে কথা বলেছেন বেকহ্যাম। মেনে নিয়েছেন, ইন্টার মায়ামির সবচেয়ে মূল্যবান ফুটবলারের হৃদয়জুড়ে এখনও রয়েছে বার্সেলোনা।
এক সাক্ষাৎকারে বেকহ্যাম বলেছেন, ‘‘আমি চাই ফুটবল থেকে অবসরের পরও মেসি মায়ামিতে থাকুক। তবে ও আমাকে জানিয়েছে, ন্যু ক্যাম্পের কাছাকাছি কোথাও পাকাপাকি ভাবে থাকতে চায়। বার্সেলোনাকে এত ভালবাসতে মেসির মতো আর কোনও ফুটবলারকে দেখিনি। মেসির পায়ে বার্সার লোগো রয়েছে। জলের বোতলেও বার্সার লোগো রয়েছে।’’ বেকহ্যাম বুঝিয়ে দিয়েছেন, ফুটবল থেকে অবসর নেওয়ার পর স্পেনেই পরিবার নিয়ে পাকাপাকি ভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
এমএলএস কাপে দলের সাফল্য নিয়ে মায়ামির অন্যতম কর্ণধার বেকহ্যাম বলেছেন, ‘‘বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি। কিন্তু মায়ামির উপর সব সময় আমার বিশ্বাস ছিল। জানতাম, আমাদের দল এক দিন ঠিক এই জায়গায় পৌঁছোবে। আমার সহযোগীরা দুর্দান্ত। জানতাম সব কিছুই সম্ভব। আমাদের জার্সির পিছনে লেখা রয়েছে, ‘স্বপ্ন দেখার স্বাধীনতা।’’’
দলকে প্রথম বার এমএলএস কাপ জিতিয়ে উচ্ছ্বসিত মেসিও। তিনি বলেছেন, ‘‘মরসুমটা দুর্দান্ত গেল। শেষ চারটে ম্যাচে আমরা যে রকম প্রেসিং ফুটবল খেলেছি, সেটা অবিশ্বাস্য। গত বার ছিটকে যাওয়ার পর এ বার এমএলএস কাপ জয়ই আমাদের মূল লক্ষ্য ছিল। আমাদের গোটা দল সারা মরসুম ধরে দারুণ পারফর্ম করেছে। এই মুহূর্তটার জন্যই এক দিন অপেক্ষা করছিলাম।’’