Diego Maradona

মাফিয়াদের ভয়ে দিন কাটছে মারাদোনার পরিবারের, মৃত্যু মামলার শুনানির আগে দাবি মেয়ে দালমার

মাদক-সহ বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত ছিলেন দিয়েগো মারাদোনা। অসুস্থতার কারণে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ২০২০ সালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:৫৪
Share:

(বাঁ দিকে) দিয়েগো মারাদোনা এবং দালমা (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিয়েগো মারাদোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। তাঁর পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমার অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে। তার মধ্যেই উঠে এল মারাদোনার পরিবারের চাঞ্চল্যকর দাবি। মাফিয়াদের ভয়ে বাবার মৃত্যুর আসল কারণ জানাতে পারছেন না বলে দাবি করেছেন দালমা।

Advertisement

আগামী ১১ মার্চ আর্জেন্টিনার আদালতে মারাদোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার আগে মাফিয়াদের হুমকির দাবি করেছেন প্রয়াত ফুটবলারের মেয়ে। এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ‘‘মা ভয় পাচ্ছেন। খুব উদ্বিগ্ন রয়েছেন। মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। কারণ মাফিয়াদের টাকা এবং ক্ষমতা দুই আছে। ওরা সব কিছু নিয়ন্ত্রণ করে। মা আমাকে এ সব বলতে বারণ করেছেন। কিন্তু আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। জানি কাদের বিরুদ্ধে লড়াই করছি। সকলে সত্যিটা জানুক, আমি শুধু এটুকু চাই। বাবার জন্যই আমাকে এটা করতে হবে।’’ যথাযথ বিচারের আর্জি জানিয়েছেন ৩৬ বছরের দালমা।

মারাদোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে মারাদোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়। মাদক-সহ বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত ছিলেন মারাদোনা। অসুস্থতার কারণে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরও কিছু দিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। ২০২০ সালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অপরাধ প্রমাণিত হলে চিকিৎসক, নার্সদের ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় মারাদোনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement