East Bengal Vs Mohun Bagan

ডুরান্ডে ১ কোটি ২ লক্ষ টাকার পুরস্কার! মোহন, ইস্ট কত পেল, নন্দকুমার, কাইথেরা কত পেলেন?

ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জয় মোহনবাগানের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। জয়ী দল কত টাকা পুরস্কার পেল? রানার্স ইস্টবেঙ্গল কত টাকা পেল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৯
Share:

ট্রফি জয়ের পর মোহনবাগানের উৎসব। ছবি: পিটিআই।

১৩২তম ডুরান্ড কাপ জিতে নিল মোহনবাগান। ১৭ বার এই প্রতিযোগিতায় জিতেছে তারা। ইস্টবেঙ্গলকে হারিয়ে এই ট্রফি জয় সবুজ-মেরুন সমর্থকদের সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। জয়ী দল কত টাকা পুরস্কার পেল? রানার্স ইস্টবেঙ্গল কত টাকা পেল?

Advertisement

শনিবার ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় মোহনবাগান। ফাইনালে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। যদিও এ বারের প্রতিযোগিতার সেরা ফুটবলার হলেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। চার লক্ষ টাকা পুরস্কার পেলেন তিনি। সব থেকে বেশি গোল দিয়ে সোনার বুট পেলেন মহমেডানের ডেভিড লালহানসঙ্ঘা। তিনিও চার লক্ষ টাকা পেলেন। সেরা গোলরক্ষক হিসাবে সোনার গ্লাভস পেলেন মোহনবাগানের বিশাল কাইথ। তিনিও চার লক্ষ টাকা পুরস্কার পেলেন।

রানার্স হয়ে ইস্টবেঙ্গল পেল ৩০ লক্ষ টাকা। জয়ী দল মোহনবাগান পেল ৬০ লক্ষ টাকা। মোহনবাগান অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বারে ডুরান্ড মোট এক কোটি দু’লক্ষ টাকা পুরস্কার দিল।

Advertisement

ডুরান্ড কাপের শুরুতে গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। ফাইনালে সেই লাল-হলুদকেই হারিয়ে ১৭ বারের জন্যে এই ট্রফি ঘরে তুলল তারা। এত দিন ইস্টবেঙ্গলের সঙ্গে যৌথ ভাবে ১৬ বার ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। এ বার লাল-হলুদকে টপকে তারাই সবচেয়ে বেশি ডুরান্ড জিতল। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের হয়ে একমাত্র গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের শেষ আধ ঘণ্টা দশ জনে খেলে মোহনবাগান শুধু জিতলই না, গোলও করল। টানা আটটি ডার্বি জেতার পরে হেরে গিয়েছিল তারা। আবার ইস্টবেঙ্গলকে হারাল সবুজ-মেরুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন