ইস্টবেঙ্গল দল। — ফাইল চিত্র।
এএফসি চ্যালেঞ্জ লিগে নামার আগেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তবে মাঠের বাইরে সমস্যায় পড়েছে তারা। এএফসি-র নিয়মভঙ্গের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে তাদের। ম্যাচে সেরা প্রথম একাদশ নামাতে অবশ্য কোনও সমস্যা হবে না লাল-হলুদ কোচের।
এএফসি-র নিয়ম অনুযায়ী, তাদের প্রতিযোগিতা চলাকালীন আয়োজক স্টেডিয়ামে অন্য কোনও প্রতিযোগিতার বিপণন করা যায় না। অর্থাৎ অন্য কোনও প্রতিযোগিতার সাইনবোর্ড, বিজ্ঞাপন কিছুই প্রকাশ্যে আনা যাবে না। সেই নিয়মই ভঙ্গ করেছে ইস্টবেঙ্গল।
আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই খেলে যুবভারতীতে। ফলে গোটা স্টেডিয়ামেই আইএসএলের প্রচুর সাইনবোর্ড, বিলবোর্ড, বিজ্ঞাপন রয়েছে। তবে এএফসি-র ম্যাচ আয়োজনের আগে ইস্টবেঙ্গল সেগুলি খুলে ফেলার বদলে কালো কাপড়ে ঢেকে রেখেছিল। মঙ্গলবার দলের অনুশীলনেই তা দেখা গিয়েছে।
সমস্যা বেধেছে তা নিয়েই। প্রবল হাওয়ায় সেই কাপড় সরে গিয়ে আইএসএলের সাইনবোর্ড প্রকাশ্যে চলে এসেছে। মাঠ পরিদর্শন করতে এসে তা চোখে পড়ে এএফসি-র ম্যাচ কমিশনারের। সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলকে কয়েক লক্ষ টাকা জরিমানা করেন তিনি। ফলে চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগেই আর্থিক ক্ষতির মুখে ইস্টবেঙ্গল।
উল্লেখ্য, আইএসএলে ঘরের মাঠে আর ইস্টবেঙ্গলের খেলা নেই। তবে মোহনবাগান ৮ মার্চ গোয়ার বিরুদ্ধে খেলবে।